ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সাকিব-বাবরের পর ক্যারিবিয়ান তারকাকে দলে ভেড়াল রংপুর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ , ০৬:৪৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের দশম আসর মাঠে গড়াতে এখনও চার মাসেরও বেশি সময় বাকি। অথচ এখন থেকেই দল গোছাতে উঠে পড়ে লেগেছে টুর্নামেন্টের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। 

বিজ্ঞাপন

সম্প্রতি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে দলে ভিড়িয়েছে দেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। এবার ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরানের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ফেসবুক পেজে বিষয়টি জানায় রংপুর রাইডার্স। 

গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব। তবে এবার রংপুরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার পোস্টারবয়। তাকে দলের ভেড়ানোর পরপরই পাক অধিনায়ককে দলে ভেড়ায় রংপুর। বাবর আজমের সঙ্গে চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে রংপুর। 

এর আগে, সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-২০) খেলার জন্য ১৫ কোটি রুপির প্রস্তাব পেয়েছিলেন বাবর আজম। তবে সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে বিপিএলে খেলবেন পাকিস্তানি তারকা এ ব্যাটার। বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার আগামী বিপিএলে সাকিবের সতীর্থ।

শুধু সাকিব-বাবর-পুরান নয়, রংপুর রাইডার্স আরও কিছু তারকা ক্রিকেটারের সঙ্গে এরই মধ্যে চুক্তি করে ফেলেছে। গত আসরে রংপুরে খেলা ক্রিকেটারদের মধ্য থেকে তিনজনকে ধরে রেখেছে তারা। এ তালিকায় আছেন শেখ মেহেদী, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। তাদের পারফরম্যান্স নিয়েও আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |