চলতি এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বৃষ্টির আশঙ্কায় হাইভোল্টেজ এই ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। তবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই দল ছেড়ে দেশে ফিরেছেন ভারতের এক ক্রিকেটার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ভারতের উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন দল ছেড়ে দেশে ফিরে এসেছেন। চোট থেকে ফেরা লোকেশ রাহুল পাকিস্তান ও নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারেননি। সে কারণে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে এবারের এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছিলেন স্যামসন।
ইনজুরি কাটিয়ে ম্যাচ খেলার মতো ফিট হওয়ায় সুপার ফোরের ম্যাচগুলো খেলবেন রাহুল। ভারতীয় এই ক্রিকেটার দলে ফেরায় জায়গা ছেড়ে দিতে হয়েছে স্যামসনকে। এমনকি গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দারুণ ব্যাটিং করা ঈশান কিষাণকেও বিশ্রাম রাখা হবে বলে জানা গেছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বলেন, ‘স্যামসন দলের সঙ্গে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে ছিল। কেএল রাহুল দলে যোগ দেয়ায় সঞ্জু স্যামসনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।’
রোববার (১০ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মহারণ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে খেলা। গোটা ক্রিকেট বিশ্ব এই ম্যাচ দেখতে উন্মুখ হয়ে আছে।