ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে চমক, ফিরছেন আইয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ০৯:১৭ পিএম


loading/img
ছবি: এএফপি

২০২৩ সালের ঘরোয়া ক্রিকেটে অনুপস্থিত থাকার কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। তবে ২০২৪ সালে দুর্দান্ত ফর্মে ফিরে আসেন আইয়ার। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। পাঁচ ম্যাচে ২৪৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন আইয়ার।

বিজ্ঞাপন

চলমান আইপিএলে পাঞ্জাব কিংসের হয়েও নিজের ব্যাটিং দক্ষতার ছাপ রেখেছেন। রঞ্জি ট্রফির শেষ মৌসুমে মুম্বাইয়ের হয়ে ৫ ম্যাচে ৪৮০ রান সংগ্রহ করেন, গড় ছিল ৬৮.৫৭ এবং স্ট্রাইক রেট ৯০.২২। 

তাই ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান এই ব্যাটারকে কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের বিসিসিআই। এ ছাড়া টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও রোহিত শর্মা ও বিরাট কোহলির চুক্তির শ্রেণিতেও কোনো পরিবর্তন হচ্ছে না।

বিজ্ঞাপন

বিসিসিআই সূত্রে জানা গেছে, রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই ‘এ+’ ক্যাটাগরিতেই থাকবেন, যদিও দুজনেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। সাধারণত ‘এ+’ ক্যাটাগরি সেইসব ক্রিকেটারদের জন্য সংরক্ষিত থাকে, যারা তিন ফরম্যাটেই জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন।

আরও পড়ুন

তবে রোহিত শর্মার সাম্প্রতিক পারফরম্যান্স বিশেষভাবে সমালোচিত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচে মাত্র ৯১ রান এবং বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে মাত্র ৪২ রান করতে পেরেছেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ইনিংসে মোটে ৩১ রান সংগ্রহ করেছেন, যা তাকে কঠোর সমালোচনার মুখে ফেলেছে। 

অন্যদিকে বিরাট কোহলির সাম্প্রতিক পারফরম্যান্সও ছিল হতাশাজনক। সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১০ ইনিংসে মাত্র ১৯০ রান করেছেন তিনি, গড় ছিল ২১.৮৩। গত বছরে ৩২ ইনিংসে ৬৫৫ রান করেছেন, যেখানে ছিল মাত্র একটি সেঞ্চুরি এবং দুটি হাফ-সেঞ্চুরি। তারপরও বোর্ড তাদের প্রতি শ্রদ্ধাশীল থেকে আগের মতোই চুক্তি বহাল রেখেছে।

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |