২০২৪ ইউরোর বাছাইপর্বে জর্জিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের রেকর্ড গড়েন তিনি। স্পেনের জার্সিতে মাত্র ১৬ বছর ৫৭ দিনে মাঠে নামেন এই উইঙ্গার।
তবে আন্তর্জাতিক ফুটবলে ইয়ামালের চেয়েও কম বয়সে অভিষেক ঘটেছে একাধিক ফুটবলারের। সেই তালিকায় রয়েছেন লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলারও। চলুন জেনে নিই তেমনই কয়েক জনের সম্পর্কে-
হ্যারি উইলসন, ওয়েলস : ওয়েলসের হ্যারি উইলসনের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে মাত্র ১৬ বছর ২০৭ দিনে। বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি।
পেলে, ব্রাজিল : ব্রাজিলের কিংবদন্তি পেলের জাতীয় দলে অভিষেক ১৯৫৭ সালের ৭ জুলাই। মাত্র ১৬ বছর ৯ মাস বয়সে ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন তিনি। দেশটির বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচে গোলও করেছিলেন পেলে।
মার্টিন ওডেগার্ড, নরওয়ে : নরওয়ের মার্টিন ওডেগার্ড সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়। সেদিন তার বয়স ছিল মাত্র ১৫ বছর ২৫৩ দিন।
স্যাম জনস্টন, আয়ারল্যান্ড : মাত্র ১৫ বছর ১৫৩ দিন বয়সে আয়ারল্যান্ডের জার্সিতে অভিষেক হয় স্যাম জনস্টনের। তবে নিজের সেই অভিষেক ম্যাচটা ভুলে থাকতে চাইবেন তিনি। সেই ম্যাচে তার দল ইংল্যান্ডের কাছে হেরেছিল ১৩-০ গোলে।
স্যামুয়েল ইতো, ক্যামেরুন : ক্যামেরুনের সাবেক তারকা ফুটবলার স্যামুয়েল ইতো ১৬তম জন্মদিনের ঠিক আগের দিন কোস্টারিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে মাঠে নামেন। দেশটির জার্সিতে ১১৮ ম্যাচে ৫৬ গোল করেছেন তিনি।
ডিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনা : ১৬ বছর ১২০ দিনে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ম্যারাডোনার। হাঙ্গেরির বিপক্ষে এক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। অভিষেকের দুই বছর পর আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলের দেখা পেয়েছিলেন তিনি।