ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সাবেক পাকিস্তান দলপতির ১২ বছরের জেল

স্পোর্টস ডেস্ক, আর‍টিভি নিউজ

বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ০১:১৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

২০১৮ সালে চরমপন্থী নেতাকে হত্যার হুমকি দেওয়ায় সাবেক পাকিস্তান দলপতি খালিদ লতিফকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন নেদারল্যান্ডসের একটি আদালত। গত ১১ সেপ্টেম্বর এই রায় দেন আদালত। 

বিজ্ঞাপন

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’ তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনের তথ্যমতে, নেদারল্যান্ডসের চরমপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্সকে হত্যার হুমকি দেওয়ায় দেশটির আদালত এ শাস্তির রায় দেয়।  

বিজ্ঞাপন

জানা যায়, ২০১৮ সালে মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্রের একটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছিলেন ওয়াইল্ডার্স। তারই জের ধরে চরমপন্থী সেই নেতার মাথা কেটে এনে দিতে পারলে ২১ হাজার ইউরো পুরস্কার ঘোষণা করেছিলেন লতিফ। বিষয়টি এক ভিডিও বার্তায় জানান তিনি। 

লতিফের এই ভিডিওটি খুব একটা ভালোভাবে নেননি ডাচ আদালত। নিজেদের ব্যক্তিস্বাধীনতায় আঘাত হেনেছে দাবি করে লতিফকে এক যুগের কারাদণ্ড দেন দেশটির আদালত। 

ডাচ আদালতের বিচারক জি. ভারবিক বলেন, ‘লতিফের ভিডিওটি কেবল ব্যক্তিগতভাবে ওয়াইল্ডার্সের ওপর আক্রমণ নয়, নেদারল্যান্ডসের বাকস্বাধীনতার ওপরও আঘাত।’

বিজ্ঞাপন

এদিকে গির্ট ওয়াইল্ডার্স আদালতের রায় জেনে টুইটারে টুইট করে বলেন, ‘আমার মাথার মূল্য নির্ধারণ করে দেওয়া পাকিস্তানি খালিদ লতিফের ১২ বছরের জেল হয়েছে। পাকিস্তান সরকারের আমাদের সঙ্গে কো-অপারেট করা উচিত যাতে এই সন্ত্রাসীর শাস্তি নিশ্চিত হয়।’ 

লতিফের নেতৃত্বে ২০০৪ সালে বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এরপর ২০১০ সালে আয়োজিত এশিয়ান গেমসেও পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |