ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও এখনও একের পর এক পুরস্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। কিছুদিন আগেই অষ্টম ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায় নাম তুলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। এবার ২০২৩ সালের ‘ফিফা বেস্ট মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছেন এই ফরোয়ার্ড।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ‘ফিফা বেস্ট মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ডের জন্য মেসিসহ মোট ১২ ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্যালন ডি’অরের মতো এই দৌড়েও মেসির সঙ্গে রয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপে ও নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড।
১২ সদস্যের এই তালিকায় জায়গা হয়নি পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের।
এর আগে সর্বোচ্চ পাঁচবারের মতো ফিফার প্রেস্টিজিয়াস এই পুরস্কার পেয়েছেন মেসি। এবার আর্জেন্টিনার অধিনায়ককে এই পুরস্কার জিততে মূল লড়াই করতে হবে এমবাপে ও হলান্ডের সঙ্গে।
তালিকায় রয়েছেন যারা- জুলিয়ান আলভারেজ, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইল্কে গুন্ডোগান, আর্লিং হলান্ড, রদ্রি, খভিচা কভারতসখেলিয়া, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ভিক্টর ওসিমিন, ডেক্লান রাইস, বার্নাদো সিলভা।