দুর্দান্ত ছন্দে থেকে এশিয়া কাপ শুরু করলেও শেষ পর্যন্ত সেটি ধরে রাখা সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অলিখিত সেমি ফাইনালে হারের কারণে এশিয়া কাপের মিশন শেষ করতে হয়েছে তাদের।
এশিয়া কাপের শুরুতে শিরোপা জয়ের অন্যতম দাবিদার পাকিস্তানের এমন হার মেনে নিতে পারছেন না সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে সাবেক গতিতারকা শোয়েব আখতার, সাবেক অধিনায়ক রমিজ রাজা ও শহিদ আফ্রিদি রীতিমতো ধুয়ে দিয়েছেন বাবর আজমদের।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘পুরো দুনিয়া পাকিস্তানকে ফাইনালে দেখতে চেয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা এখন টুর্নামেন্টের বাইরে। তারা কিন্তু ফেভারিট হিসেবেই টুর্নামেন্টে এসেছিল। ফাইনালটা ভারত-পাকিস্তানের হতে পারত। সে সুযোগ আর থাকল না। তবে এটা বলতেই হবে যে শ্রীলঙ্কার এই জয়টা প্রাপ্য ছিল আর ফাইনালটা খুব ভালোভাবেই তাদের প্রাপ্য ছিল। তারা অনেক ভালো দল।’
রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হয়েছে। কিন্তু পাকিস্তান লাইনের ওপাশে যেতে পারেনি। এ পারেই রয়ে গেছে। এখান থেকে এখন বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে, ফাইনালের পথ বন্ধ হয়ে গেল।’
হারের কারণ হিসেবে তিনি ভারতের বিপক্ষে ম্যাচে পরাজয়কে দায়ী করে বলেন, ‘আসলে ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান, যার প্রভাব এই ম্যাচেও পড়েছে। দেখে মনে হচ্ছিল, দলকে বাধ্য করা হয়েছে ধীরে-সুস্থে খেলতে।’
তিনি আরও বলেন, ‘ওরা খুব সতর্কতার সঙ্গে খেলছিল, যেন ভুল না হয়। এরপর আউট হয়ে গেলে কি হবে, এমন ভাবনা দলকে পেয়ে বসেছিল। এ রকম পরিস্থিতিতে দল আর মন খুলে খেলতে পারে না। এ রকম হলে চাপের মুখে প্রতিপক্ষ জিতে যায়।’
এদিকে পাকিস্তানের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং অর্ডারটা আরও ভালোভাবে সাজানো দরকার ছিল। আপনারা কী মনে করেন? আমার মত হচ্ছে, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার সাজানোটা একেবারেই ভালো হয়নি।’