• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

খরুচে বোলিংয়ে অজি স্পিনারের লজ্জার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৮

অস্ট্রেলিয়া দলের তারকা লেগ স্পিনারের একজন অ্যাডাম জাম্পা। তার হাত ধরে অনেক ম্যাচেই জয় পেয়েছে অজিরা। তবে এবার জাম্পা যা করেছেন, তা হয়ত তিনি ভুলেই যেতে চাইবেন। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বল হাতে ইনিংসে সবচেয়ে খরুচে বোলিংয়ের লজ্জার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে হেনরিক ক্লাসেনের তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪১৬ রান করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

মাত্র ৮৩ বলে ১৩ চার ও ১৩ ছক্কায় ১৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন হেনরিক ক্লাসেন। আর ৪৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন কিলারখ্যাত ডেভিড মিলার।

এই ম্যাচে ১০ ওভার বল করে ১১৩ রান দিয়েছেন জাম্পা, তবে কোনও উইকেট শিকার করতে পারেননি তিনি। একদিনের ক্রিকেট ইতিহাসে উইকেটহীন এটাই সবচেয়ে বাজে বোলিং ফিগার।

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, ওয়ানডেতে এখন সবচেয়ে খরুচে বোলার জাম্পা। তবে তা যৌথভাবে। সেখানে সঙ্গী হিসেবে স্বদেশি মিক লুইসকে পাচ্ছেন তিনি। ২০০৬ সালে জোহানেসবার্গে প্রোটিয়াদের বিপক্ষেই ১১৩ রান দিয়ে উইকেট শূন্য থাকেন লুইস।

ক্রিকেটের জনপ্রিয় এই ফরম্যাটে সবচেয়ে বেশি রান দেয়ার দ্বিতীয় তালিকায় রয়েছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। ২০১৬ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ১০ ওভারে ১১০ রান খরচ করেন তিনি।

রিয়াজের এই রেকর্ডও যৌথভাবে। অকল্পনীয় হলেও বাস্তব একই নজির রয়েছে আফগানিস্তানের ঘূর্ণি জাদুকর রশিদ খানের। ২০১৯ বিশ্বকাপে ম্যানচেস্টার ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ১১০ রান দেন তিনি। বিশ্বমঞ্চের ইতিহাসে তা সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
এক দিনেই ১৫ উইকেট, রোমাঞ্চের অপেক্ষায় সিডনি টেস্ট
সিডনি টেস্টে না খেলার কারণ জানালেন রোহিত
ভারতকে অলআউট করে প্রথম দিন রাঙালো অজিরা