‘ভারতের বিপক্ষে জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে’
এশিয়া কাপের শেষ ম্যাচটা নানাভাবে রাঙানো বাংলাদেশের জন্য। ৭ নম্বরে নেমে নাসুম আহমেদের দায়িত্বশীল ব্যাটিং। অভিষেকে তানজিম সাকিবের আগুনঝরা বোলিং, যার সম্মিলিত ফল ভারতের বিপক্ষে জয়। যে জয় বিশ্বকাপে নাকি বাংলাদেশ আত্মবিশ্বাস জোগাবে। এমনটাই মনে করেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
শেষ ম্যাচে সুপার ফোরে তৃতীয় হয়েছে বাংলাদেশ। ভারত বধের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের এশিয়া কাপ মিশন। তারপর আজ দুপুরেই দেশে ফিরেছেন ক্রিকেটাররা। বিমানবন্দরে মিরাজকে পেয়েই ঘিরে ধরেন গণমাধ্যমকর্মীরা।
শেষ ম্যাচে ভারতের মতো দলের বিপক্ষে জয় কেমন অনুভূতি জোগাচ্ছে, এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘এই জয় আমাদের দলে আলাদা আত্মবিশ্বাস জোগাবে। ভারত বিশ্বের সেরা দলগুলির একটি, তাদেরকে হারানোটা আমাদেরকে পরের ধাপে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেরণা হিসেবে কাজ করবে। বড় কথা এই জয়ে দলের সবাই এখন ফুরফুরে মেজাজে আছে।’
ম্যাচের আগে ড্রেসিং রুমে কি কথা হয়েছিল? জানতে চাইলে মিরাজ বলেন, ‘ফাইনালে খেলার তো আমাদের কোনো সম্ভাবনা আর ছিল না। তবে ভারতের সঙ্গে জিতে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা ছিল। দলের সবাই মিলে সেটা করতে পেরেছি। দল যে আউটস্টেন্ডিং পারফর্ম করেছে তা অনেক সাহস জোগাচ্ছে।’
এশিয়া কাপের এবারের আসরে মিরাজকে ভিন্ন পজিশনে খেলতে দেখা গেছে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমে করেছেন সেঞ্চুরি। শেষ ম্যাচে তাকে ৫ নম্বরে নামতে দেখা গেছে। এই বিষয়ে জানতে চাইলে মিরাজের জবাব, ‘এবার এশিয়া কাপে আমাকে বিভিন্ন পজিশনে ব্যাট করতে পাঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ আমি একটা ম্যাচে ভালো করেছি। এ ছাড়া মিডল অর্ডারেও নামতে হয়েছে আমাকে। এটা হয়েছে টিম কম্বিনেশনের কারণে। যদি আমাদের ওপেনার সবাই সুস্থ থাকত, তাহলে আমি ওপেন করতে পারতাম না। এশিয়া কাপে চোট আমাদের ভুগিয়েছে খুব। বিশ্বকাপের আগে সবাই রিকোভারি করার চেষ্টা করব।’
মিরাজ যোগ করেন, ‘কম্বিনেশন সবসময় ভালো থাকে। কিন্তু চোট খুব ভোগায়। যেমন তামিম ভাই ছিলেন না, শান্ত মাঝপথে ফিরে এসেছে। লিটন দা চোট থেকে ফিরে যোগ দিয়েছেন, মুশফিক ভাইকে পারিবারিক কারণে দেশে ফিরতে হয়েছে। তবে আমাদের যে সমস্যাই থাকুক না কেন, বিশ্বকাপের আগেই আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করব।’
সুপার ফোরের প্রথম দুই ম্যাচে হেরে সুপার ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। তাতে সবার আগে এই রাউন্ড থেকে বিদায় হয়েছে টাইগারদের। তবে শেষ ম্যাচ জিতে তৃতীয় হয়ে দেশে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এই সফরে তাই প্রাপ্তির কথা জানাতে গিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই আফগানিস্তান ও ভারতের বিপক্ষের জয় দুটি প্রাপ্তির। তরুণরা যেভাবে এগিয়ে এসেছে, যেমন সাকিব অভিষেক ম্যাচেই দারুণ করেছে। হৃদয় ভালো একটা জুটি গড়েছে সাকিব ভাইয়ের সঙ্গে। আমাদের লোয়ার অর্ডাররা বড় রান করতে পারে না সাধারণত। তবে এই ম্যাচে তারা সেটা পেরেছে, তাদের সামর্থ্য দেখিয়েছে। এটা দলকে অনেক সাহায্য করেছে।’
মন্তব্য করুন