• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

জাতীয় দলে ডাক পেয়েই ‘গোল্ডেন ডাক’ মারলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩১
সৌম্য সরকার
ফাইল ছবি

চট্টগ্রামে চলছে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের বিশেষ প্রস্তুতি। এশিয়ান গেমস এবং বিশ্বকাপ সামনে রেখে আলোচনায় থাকা ক্রিকেটারদের নিয়ে চলছে বিসিবির এই আয়োজন। এক ওয়ানডের পর আজ থেকে এশিয়ান গেমসের সম্ভাব্য স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্সের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে।

চট্টগ্রামে আজকের ম্যাচটি বিশেষ উপলক্ষ হতে পারতো সৌম্য সরকারের জন্য। দীর্ঘদিন পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ডাক পেয়েছেন জাতীয় দলে। তবে এমন খুশির খবরটা রাঙিয়ে রাখা হয়নি তার। বল হাতে দুই উইকেট পেলেও ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনি। আরও স্পষ্ট করলে গোল্ডেন ডাক মেরে ফিরেছেন সাজঘরে।

সৌম্যর ব্যর্থতার দিনে ভালো করা হয়নি বাংলাদেশ টাইগার্সের। আগে ব্যাট করা এশিয়ান গেমস স্কোয়াডের কাছে ২০ রানে হেরেছে তারা। এশিয়ান গেমসের ৮ উইকেটে ১৬৭ রানের জবাবে ৮ উইকেটে ১৪৭ রানে থামে বাংলাদেশ টাইগার্স।

এশিয়ান গেমসের অবশ্য রান পেয়েছেন আলোচনায় থাকা কিছু নাম। ২৩ বলে ৩২ রান করেন ওপেনার জাকির হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১২ বলে অপরাজিত ৩৩ রান এসেছে ৯ নম্বরে নামা রিশাদ হোসেনের ব্যাটে। ২৩ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন ইয়াসির আলি রাব্বি। ২১ বলে ২২ রান করেন শাহাদাত হোসেন দিপু। বাংলাদেশ টাইগার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার এনামুল হক। ২৬ রানে ২ উইকেট নেন সৌম্য সরকার।

জবাব দিতে নেমে সৌম্য ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। ব্যর্থ হন আরেক ওপেনার রনি তালুকদারও (১০)। ৩ নম্বরে নেমে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক করতে পেরেছেন ৮ রান।

এ ছাড়া ৪ ও ৫ নম্বরে নেমে রানের দেখা পেয়েছেন ইরফান শুক্কুর ও নুরুল হাসান সোহান। শুক্কুরের ব্যাটে ৩৭ বলে ৩৫ রান। সোহান খেলেছেন ৩৮ বলে ৪৮ রানের ইনিংস। এরপর আর কেউ দাঁড়াতে না পারায় হারতে হয়েছে বাংলাদেশ টাইগার্সদের।

এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে বল হাতে সফল ছিলেন রিপন মন্ডল। ৪ ওভারে ১৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন এই পেসার।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৫ নভেম্বর)
স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ায় পিজিবি
দেশে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৩০ লাখ, শনাক্তের বাইরে ৪৩ শতাংশ
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় আজারবাইজান