বাংলাদেশকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলো শ্রীলঙ্কা
চলমান এশিয়া কাপের ফাইনালে কি দারুণ বোলিংটাই না করলেন ভারতীয় পেসাররা। মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানেই অলআউট দাসুন শানাকার দল। লঙ্কানদের গুঁড়িয়ে দেওয়ার পথে ৭ ওভারে ২২ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন সিরাজ।
শ্রীলঙ্কার এমন ভরাডুবিতে দীর্ঘ ২ যুগ ধরে বয়ে চলা এক লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেল এক বাংলাদেশ। এশিয়া কাপে সর্বনিম্ন স্কোর ছিল ৮৮ রানের। ২০০০ সালে এশিয়া কাপের সপ্তম আসরে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এই লজ্জায় পড়ে বাংলাদেশ। দ্বিতীয় সর্বনিম্ন রানের (৯৪) রেকর্ডটিও টাইগারদের, প্রতিপক্ষ সেই পাকিস্তানই। এবার টাইগার এই লজ্জার রেকর্ডের হাত থেকে উদ্ধার করল শ্রীলঙ্কা।
লো স্কোরিং এই ম্যাচে শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৫০ রানে। ভারত ম্যাচ জিতেসে অনায়াসে। ১০ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। এশিয়া কাপের ফাইনালে উইকেটের হিসেবেও এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়।
সিরাজের এই বোলিংয়ের কল্যাণে রেকর্ডবুকে এসেছে আরও বেশকিছু পরিবর্তন। বল বাই বল হিসেবে সবচেয়ে দ্রুততম ৫ উইকেটের তালিকার শীর্ষে আছেন এখন সিরাজ। এক ওভারে চার উইকেট পাওয়া চতুর্থ বোলার তিনি। এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ বোলিং ফিগারটাও এখন সিরাজেরই দখলে।
এ ছাড়া ওয়ানডে সংস্করণে এতদিন এশিয়া কাপের ফাইনালে সর্বনিম্ন স্কোর ছিল ১৭৩ রানের। ২০০৮ সালে লঙ্কানদের বিপক্ষেই এই লজ্জায় পড়েছিল ভারত। তবে এবার সেটা থেকেও মুক্তি পেল রোহিত শর্মার দল।
মন্তব্য করুন