ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

চামিন্দা ভাসের রেকর্ডে ভাগ বসালেন সিরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ০৭:১৩ পিএম


loading/img
ছবি: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে লজ্জার রেকর্ডে নাম লেখাতে বাধ্য করার মূল কারিগর মোহাম্মদ সিরাজ। ভারতীয় এই বোলারের তোপে মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় স্বাগপতিকরা। আর ব্যাট করতে নেমে ১০ উইকেট ও ২৬৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে তরী ভেড়ায় ভারত। 

বিজ্ঞাপন

এক সিরাজেই পুরো লণ্ডভণ্ড হয়ে যায় লঙ্কানদের ব্যাটিং লাইন আপ। ক্যারিয়ারের সেরা বোলিং স্পেলে একাই তিনি ধরাশায়ী করেন ছয় লঙ্কান ব্যাটারকে। 

ইনিংসের তৃতীয় ওভারে তিনি সাজঘরের পথে দেখিয়ে দেন ৪ লঙ্কান ব্যাটারকে। ক্যারিয়ার সেরা বোলিং স্পেল করার পথে ভারতীয় এই পেসার গড়েন অনন্য এক কীর্তি।

বিজ্ঞাপন

দ্রুততম পাঁচ উইকেট তুলে নেওয়া বোলার হিসেবে সাবেক লঙ্কান কিংবদন্তি পেসার চামিন্দা ভাসের সঙ্গে তিনি নাম লিখিয়েছেন রেকর্ডবুকে।

ফাইভ উইকেট হলের কোঠা পূরণ করতে সিরাজ বল করেন ১৬টি। আর তাতেই ভাসের সঙ্গে যৌথভাবে তিনি নাম লেখান রেকর্ডবুকে। রেকর্ড গড়ার মুহূর্তে তিনি রান দিয়েছিলেন চার।

পাশাপাশি এক ওভারে চার উইকেট নেওয়া প্রথম ভারতীয় হিসেবে তিনি গড়েছেন অনন্য কীর্তি।

বিজ্ঞাপন

এক ওভারে চার উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার চামিন্দা ভাস। ২০০৩ সালের বিশ্বকাপে এক ওভারে হ্যাটট্রিকসহ তিনি তুলে নিয়েছিলেন চারটি উইকেট। দ্বিতীয় বোলার হিসেবে এই রেকর্ডটি ছিল সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। তৃতীয় বোলার হিসেবে তাদের পাশে নাম লেখালেন সিরাজ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |