দীর্ঘদিন ধরেই বাংলাদেশের জাতীয় দলে নেই অলরাউন্ডার নাসির হোসেন। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের জার্সিতে ফেরার গুঞ্জন উঠেছিল তার। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বিপিএলের আসরেও হয়তো খেলতেন। তবে এর আগেই দুর্নীতিবিরোধী জালে আটকা পড়লেন তারকা এই অলরাউন্ডার।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত টি-১০ লিগে খেলার সময় নাসিরসহ তিন ক্রিকেটার এবং পাঁচজন অফিসিয়ালের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের অভিযোগ এনেছে আইসিসির দুর্নীতি দমন বিভাগ। এর মধ্যে নাসিরই ভেঙেছেন তিনটি ধারা।
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতি দমন বিভাগের ধারা ২.৪.৩ অনুযায়ী, কোনো ক্রিকেটার ৭৫০ ডলার মূল্যের বেশি উপহারসামগ্রী নিলে তা আইসিসি বা টুর্নামেন্টের দুর্নীতি দমন কর্মকর্তাদের জানাতে হয়। তবে নাসির সেটা পালন করেননি। উল্টো আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতাও করেননি। উল্টো তুচ্ছ-তাচ্ছিল্য করায় ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
আইসিসির দুর্নীতির জালে পড়া নাসির হোসেন কি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন—এমন প্রশ্ন অনেকেরই। বিষয়টি নিয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘নাসির বাংলাদেশের ক্রিকেটে খেলতে পারবে কি না, সেটা বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। এ ধরনের ঘটনায় আমরা ক্লোজলি মনিটর করি এবং আইসিসির সঙ্গে সমন্বয় রেখে পদক্ষেপগুলো নিয়ে থাকি। আইসিসির নির্দেশনা বা আলোচনা করে আমাদের করণীয় বিষয় ঠিক করা হবে।’