ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

বিশ্বকাপ দল নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ০৫:১৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বেশ ফর্মে আছেন টপ-অর্ডার ব্যাটার নাজমুল হাসান শান্ত। ইনফর্ম এই ব্যাটারকে ওয়ানডে বিশ্বকাপের আগে নতুন ভূমিকাতেও বাজিয়েও দেখতে চায় টাইগার টিম ম্যানেজমেন্ট। যে কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার কাঁধেই বাংলাদেশের অধিনায়কত্বের ভার চাপিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটারের অধীনেই খেলতে নামবে টাইগাররা। আর সবকিছু ঠিকঠাক থাকলে শান্তই হতে যাচ্ছেন দেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক।

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব পাওয়ার পর সোমবার (২৫ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক। এ সময় সংবাদ সম্মেলনে ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার প্রসঙ্গও ওঠে এলো। যদিও সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি।

বিশ্বকাপের দল প্রসঙ্গে শান্তর দাবি, অনিশ্চয়তা বললে ভুল হবে, ম্যাক্সিমাম প্লেয়ার হয়তো এ সম্পর্কে অবগত আছে।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, দুই একজন খেলোয়াড় এদিক-ওদিক হতে পারে। অনেক খেলোয়াড়ই জানে কারা যাবে, তাদের রোল কি হবে। এটা প্লেয়ার হিসেবে আমাদের কাছে খুব একটা সমস্যা হয় না। কারণ, আমরা মোটামুটি জানি কারা যাব, কারা খেলব এবং কাদের কি রোল। তাই এটা নিয়ে খুব বেশি আসলে সমস্যা হয়নি।

এই সময় বিশ্বমঞ্চে নিজেদের স্বপ্নের কথাও জানালেন বাঁহাতি এই ব্যাটার। শান্তর ভাষ্য, আমরা সবাই তো আগে যে স্বপ্ন দেখছিলাম, এখনও সেই স্বপ্নই দেখছি। আমরা ক্রিকেটাররা যারা আছি, আমরা চেয়েছিলাম ওয়ানডে সুপার লিগ যেন সেরা চারের মধ্যে শেষ করি। যেটা আমরা সেরা তিনে থেকে শেষ করেছি। তখন থেকেই আমরা কিন্তু স্বপ্ন দেখি যে আমরা বিশ্বকাপে ভালো কিছু করব, যেটা কখনো করিনি। আমরা বিশ্বাস করি, আমাদের সেই সামর্থ্য আছে। এখনও আমাদের ওই একই স্বপ্নটাই আছে।

লাল-সবুজের টপ-অর্ডার এই ব্যাটারের মন্তব্য, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য অনেক গর্বের ব্যাপার (অধিনায়কত্ব করা)। পাশাপাশি আমার পরিবারের সদস্যদের জন্য অনেক গর্বের ব্যাপার। আলহামদুলিল্লাহ, ক্রিকেট বোর্ড এই সুযোগ তৈরি করে দিয়েছেন খুবই রোমাঞ্চিত এবং কালকে উপভোগ করব ইনশাল্লাহ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |