আর মাত্র একদিন পরই মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ অক্টোবরের এই ম্যাচ খেলতে এরই মধ্যে ধর্মাশালায় পৌঁছে গেছে টাইগাররা। তবে দলের সঙ্গে প্রথম ম্যাচ ভেন্যুতে পৌঁছাননি ওয়ানডে দলপতি সাকিব আল হাসান।
মূলত বিশ্বকাপের সূচির কারণেই সেখানে যাওয়া হয়নি সাকিবের। কেননা, আগামী ৪ অক্টোবর আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ‘ক্যাপ্টেন্স ডে’। সেখানে উপস্থিত থাকতেই আহমেদাবাদে ছুটে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব ছাড়াও অন্য ৯ দলের অধিনায়কেরা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। ‘ক্যাপ্টেন্স ডে’ অনুষ্ঠান শেষে ওই দিনই ধর্মশালায় পৌঁছাবেন সাকিব।
এরপর আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ।
উল্লেখ্য, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বিশ্বকাপের বাকি ৯ দলের বিপক্ষে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।