ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

‘আমি ঘুমাইনি, সব দোষ ক্যামেরার এঙ্গেলের’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ০৯:৩৭ পিএম


loading/img
ক্যাপ্টেন্স মিটে স্টেজে বসে ঘুমাচ্ছেন বাভুমা। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের ক্যাপ্টেন্স মিটের অনুষ্ঠানে ঘুমিয়ে সবার নজর কেড়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। হাস্যরসের বিষয়ে তিনি পরিণত হয়েছিলেন এই ঘটনার মাধ্যমে। 

বিজ্ঞাপন

অবশেষে সেই ‘ঘুম’ কাহিনির বিষয়ে মুখ খুললেন বাভুমা। জানালেন তাকে ঘুমন্ত অবস্থায় দেখা যাওয়ার আসল কারণ।

প্রোটিয়া এই দলপতির দাবি তিনি কোনোভাবেই ঘুমাননি। বরং তাকে এমন অবস্থায় দেখানোর দায় দিচ্ছেন তিনি ক্যামেরাম্যানকে। ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য তাকে ঘুমন্ত অবস্থায় দেখা গেছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

নিজের টুইটারে টুইট করে বাভুমা লেখেন, ‘আমি ঘুমাইনি, সব দোষ ক্যামেরার অ্যাঙ্গেলের।’

এর আগে দশ দলের অধিনায়কের মিলন মেলা ক্যাপ্টেন্স মিটে ১০ দলের অধিনায়কেরা শুনিয়েছেন বিশ্বকাপে তাদের পরিকল্পনা, আশার বাণী।

অনুষ্ঠান চলাকালীন যখন বাংলাদেশ দলপতি সাকিব আল বক্তব্য রাখছিলেন, সে সময় চেয়ারে বসেই ঘুমিয়ে পড়তে দেখা যায় বাভুমাকে।

বিজ্ঞাপন

ঘুমিয়ে পড়লেও উপস্থাপক রবি শাস্ত্রীর প্রশ্নের জবাবটা ঠিকঠাক মতোই দিয়েছিলেন এই প্রোটিয়া।

তবে বাভুমার এই ঘুমিয়ে পড়ায় বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে নেটিজেনদের ভেতর। কেউ কেউ তো ভাবুমার ঘুমিয়ে পড়ার সেই ছবি পোস্ট করে ক্যাপশনে বলেন যে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর বাভুমা। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |