ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাস মিস করা সেই খেলোয়াড় আর ম্যানেজার ফিরছেন দেশে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ , ০৪:০২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চীনের হাংজুতে এশিয়ান গেমসের কারাতে ইভেন্টে লজ্জার কীর্তি গড়েছেন বাংলাদেশ কারাতে দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের কর্তারা। বাস মিস করায় তাদের অংশ নেওয়া হয়নি ব্যক্তিগত কারাতির ইভেন্টে। 

বিজ্ঞাপন

বিষয়টি খুব একটা ভালোভাবে নেয়নি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। যে কারণে অভিযুক্ত খেলোয়াড় হাসান খান সান ও দলের ম্যানেজারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দলের শেফ দ্য মিশন একে সরকার এ বিষয়ে বলেন, ‘আজই (শুক্রবার, ৬ অক্টোবর) ম্যানেজার ও খেলোয়াড়কে দেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। আজ টিকিট পাওয়া যায়নি। আগামীকাল ম্যানেজার এবং খেলোয়াড় দেশে চলে যাবে।’

বিজ্ঞাপন

লজ্জার কীর্তি স্থাপন করার ব্যাখ্যায় তিনি বলেন, ‘আসলে গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আগের দিন রাতেও ম্যানেজারকে বাস ও আনুষাঙ্গিক বিষয় বোঝানো হয়েছে। এরপরও তারা হয়তো দেরিতে ঘুম থেকে বা অন্য কোনো কারণে একটি বাস মিস করে এবং পরবর্তী বাসটি দেরিতে পৌঁছানোয় খেলতে পারেনি।’

এর আগে গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাতটার বাসে ভেন্যুতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ কারাতে দলের।

খেলোয়াড়রা নির্ধারিত সময়ের আগেই বাস ছাড়ার স্থানে উপস্থিত হলেও দলের ম্যানেজার ও কোচ বিলম্ব করতে থাকেন। আধা ঘণ্টা পর তারা নির্ধারিত স্থানে পৌঁছানোর পর ধরেন আটটার বাস।

বিজ্ঞাপন

সেই বাস যখন গেমস ভেন্যুতে পৌঁছায় ততক্ষণে খেলা শুরু হয়ে গিয়েছিল। রিপোর্টিং টাইমে ভেন্যুতে পৌঁছাতে না পারায় কারাতে দলের অংশ নেওয়া সম্ভব হয়নি ব্যক্তিগত পুরুষ কারাতে ইভেন্টে।

তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন কারাতে ফেডারেশনের কর্মকর্তারা।

যদিও অলিম্পিক ফেডারেশনের কর্তারা বলছেন ভিন্ন কথা। ফেডারেশনের থেকে পাওয়া তথ্যমতে, কারাতে খেলোয়াড় হাসান আলির পেট খারাপ হওয়ায় তিনি টুর্নামেন্টে অংশ নিতে পারেননি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |