ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বিশ্বকাপ জিতলে সাকিবদের জন্য বিশাল পুরস্কার ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ , ০৯:২৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ভারতের ধর্মশালায়। গতকাল (৫ অক্টোবর) শুরু হয়েছে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপের ১৩তম আসর। যেখানে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামীকাল (শনিবার)। বাংলাদেশ সময় সকাল ১১টায় আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

বিজ্ঞাপন

এবার বিশ্বকাপে ভালো কিছু করার আশা করছে বাংলাদেশ দল। তবে বিশ্বকাপে মাঠে নামার আগেই বড় একটি সুসংবাদই পেয়েছেন সাকিব আল হাসানরা। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারলে বিশাল অঙ্কের পুরস্কার পাবেন ক্রিকেটাররা। এমনই এক ঘোষণা দিয়েছেন দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘নগদ’।

বিশ্বকাপ জিতলে প্রত্যেক ক্রিকেটারকে একটি করে বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন নগদের ম্যানেজিং ডিরেক্টর তানভীর এ মিশুক। তিনি জানিয়েছেন, বাংলাদেশ দল যদি বিশ্বকাপ জয়লাভ করে তাহলে দলের সকল খেলোয়াড়কে তিনি একটি করে বিএমডব্লিউ গাড়ি উপহার দিবেন। 

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘আমি পাবলিকলি ঘোষণা করলাম বাংলাদেশ দল যদি এবার বিশ্বকাপ জিতে তাহলে বাংলাদেশ দলের ১৫ জন ক্রিকেটারকে একটি করে বিএমডব্লিউ গাড়ি নগদ থেকে দেওয়া হবে।’ এ সময় তিনি আশা করেন সবাই তাদের সেরাটা দিয়ে বাংলাদেশের জন্য বিশ্বকাপটা নিয়ে আসুক।

এর আগে সম্প্রতি প্রতিষ্ঠানটির এক বিজ্ঞাপনে জুটি বেধেছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিজ্ঞাপনে দেখা যায়, দুজন মিলে নিজেদের ফতুল্লা ম্যাচের স্মৃতিচারণ করছেন। যেখানে তারা দুজনেই যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেছিলেন। নিজেদের স্মৃতিচারণের এই আলাপ থেকেই আরও একবার দেশের স্বার্থে এক হওয়ার প্রত্যয় শোনা যায় দুজনের কণ্ঠে। 

বিশ্বকাপ প্রস্তুতি ভালোই হয়েছে বাংলাদেশের। তবে তাদের মূল লড়াই শুরু হচ্ছে আগামীকাল থেকে। মাঠে নামার আগে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের সেমিফাইনালে খেলার প্রাথমিক লক্ষ্যের কথা জানিয়েছেন। এজন্য সাকিব-মুশফিকদের সামর্থ্য রয়েছে বলেও জানান এই লঙ্কান কোচ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |