ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ম্যাচ জিতেও আক্ষেপ রাহুলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ , ১০:৪৫ এএম


loading/img
ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে শঙ্কা উড়িয়ে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছে ভারত। তবে এই ম্যাচটি নিশ্চয়ই অনেকদিন স্মরণীয় হয়ে থাকবে লোকেশ রাহুলের। কেননা, এই ম্যাচে ২ রানে ৩ উইকেট হারায় ভার‍ত। এরপর ব্যাটিংয়ে আসেন রাহুল। সেখান থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন টপ-অর্ডার এই ব্যাটার। তাই বিশ্বমঞ্চে নিশ্চিতভাবেই বীরত্বের এক অধ্যায় এই ইনিংসটি।

বিজ্ঞাপন

ইনিংসের শেষটাও রাজকীয়ই হয়ে থাকবে এই ব্যাটারের জন্যে। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ছক্কা হাঁকিয়ে উল্লাসে মাতিয়েছেন গ্যালারিভর্তি সমর্থকদের। তবে ছক্কা হাঁকানোর পরই আলাদাভাবে নজর কেড়েছে রাহুলের মুখভঙ্গি। ওই ওভার বাউন্ডারিতে দলের জয় নিশ্চিত হলেও ফসকে গেছে রাহুলের সেঞ্চুরি।

জয়ের জন্য ভারতের তখন দরকার মাত্র ৫ রান। আর বিশ্বমঞ্চে কাঙ্ক্ষিত সেঞ্চুরি পেতে রাহুলের দরকার ৯ রান। এমন পরিস্থিতিতে প্রথমে চার মেরে এবং এরপর ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি ও জয় দুটোই ভাগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন রাহুল। কিন্তু বলটা বেশ জোরেই হিট করেন এই ব্যাটার। যে কারণে সেটি সীমানা পেরিয়ে যায়। এতে রাহুলের অপরাজিত ৯৭ রানে জয় নিশ্চিত হয় ভারতের। আর ম্যাচ শেষে এই ক্রিকেটারের আক্ষেপটাও ধরা পড়ে ক্যামেরায়। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে সেই আক্ষেপটাও চাপা রইল না তার। 

বিজ্ঞাপন

ধারাভাষ্যকার ইয়ান বিশপকে সরাসরিই রাহুল জানালেন, আমি হিসাব করছিলাম কীভাবে সেঞ্চুরিটা করতে পারি। ওই শটটা ছক্কা না হয়ে চার হলে আমি আরেকটা শট খেলার সুযোগ পেতাম। পরের শটে ছক্কা হলেই হতো। আশা করি, পরে কখনো সেঞ্চুরি পাব।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয়ের পরও বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকানো হয়নি রোহিত শর্মার দলের। ০ দশমিক ৮৮৩ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা। আর চারে আছে লাল-সবুজেরা। আফগানিস্তানের সঙ্গে স্বস্তির জয়ের পর তিনে উঠে এলেও লঙ্কানদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার জয়ের সুবাদে টাইগারদের নামতে হয়েছে চতুর্থ স্থানে।

অন্যদিকে ২ দশমিক ১৪৯ রানরেটে তালিকায় রাজত্ব করছে নিউজিল্যান্ড। এরপরেই আছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং বাংলাদেশ। আর পাঁচে ভারত।

বিজ্ঞাপন

সমান একটি করে ম্যাচে পরাজয়ে তালিকার ছয় থেকে দশে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড।

রবিন রাউন্ড পদ্ধতিতে এই বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে। সোমবার (৯ অক্টোবর) কিউই ও ডাচদের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে দ্বিতীয় রাউন্ড।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |