ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ধর্মশালায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে আবহাওয়া কেমন থাকবে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ , ১১:১৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। কিন্তু মাঠের ক্রিকেটে বেশ দাপট দেখিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ব্যাট-বলের লড়াইয়ে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ অভিযানে নেমেছে সাকিব আল হাসানের দল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

সাধারণত ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়ায় জুন-জুলাই মাসে। কিন্তু প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে বৈশ্বিক আসরটি হওয়ায় ভারতের নানা স্থানে সময়টাতে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি শঙ্কা আছে বাংলাদেশের অনেক ম্যাচ ঘিরেও।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, হিমাচল প্রদেশে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা। তবে বাংলাদেশের ম্যাচটি দিবারাত্রির নয়, সকালে শুরু হওয়াতে এই সমস্যার সম্মুখীন না হওয়ার সম্ভাবনাই প্রবল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |