ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মেসিকে নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সুখবর দিলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ , ০২:২৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপের দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। মরুর বুকে বিশ্বকাপের শিরোপাজয়ী লিওনেল মেসিরা আগামী ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে মাঠে নেমেছে। মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ছন্দে থাকা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত ভোর ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সর্বশেষ আর্জেন্টিনার হয়ে গত মাসে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে মাংসপেশির চোটে পড়েছিলেন লিওনেল মেসি। ইনজুরি থেকে সেরে ওঠা মেসি সেই ম্যাচে খেলবেন কি না তা জানার কৌতুহল রয়েছে ফুটবলপ্রেমীদের।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পাশাপাশি মেসিকে নিয়ে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ জানান, ইনজুরি থেকে সেরে ওঠা মেসি ম্যাচ খেলার মতো অবস্থায় রয়েছেন। 

বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি বলেন, ‘আমরা মেসির অবস্থা ভালো দেখেছি। তারপরও আমি তার সঙ্গে কথা বলবো সে খেলতে চায় কি না সেটি জানার জন্য। তার সিদ্ধান্ত জানার পরই দল চূড়ান্ত করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা মেসি ঠিক আছে। আমরা এই ব্যাপারে নিশ্চিত যে সে ম্যাচের শুরু থেকেই খেলার সামর্থ্য রাখে। চারদিন পর আমাদের আরও একটি ম্যাচ রয়েছে। সে প্যারাগুয়ের বিপক্ষে ৮০ মিনিট খেলতে পারে এবং পেরুর বিপক্ষে নাও খেলতে পারে। আবার এমনও হতে পারে দুইটি ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলতে পারে সে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |