বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় মাসল ক্র্যাম্পে (মাংসপেশীতে টান) পড়েন সাকিব আল হাসান। সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিলেও রাচিন রবীন্দ্রের একটি বলে সিঙ্গেল নিতে গিয়ে বাঁ-পাশের উরুতে চোট পান এই অলরাউন্ডার। এ সময়ে মাঠেই সাকিবকে খানিকটা সেবা শুশ্রূষা করেন টাইগার ফিজিও।
এরপরই দ্রুত ব্যাট চালাতে থাকেন টাইগার কাপ্তান। তবে নিজের ইনিংস বড় করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
এরপর বোলিংয়ে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের কোটা পূরণ করেন সাকিব। ফিল্ডিংয়ে দাঁড়ান নিজের চিরচেনা জায়গা ছেড়ে স্লিপে। এতে ম্যাচ চলাকালেই বুঝা যাচ্ছিল, কিছুটা সমস্যায় ভুগছেন সাকিব। একপর্যায়ে মাঠে ছেড়ে বেরিয়ে যান তিনি। ম্যাচ শেষে হাসপাতালে চলে যান টাইগার কাপ্তান।
পরে জানা যায়, স্ক্যান করতে সাকিবকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও পাওয়া যায়নি সেই রিপোর্ট।
এমনকি চোট কতটা গুরুতর বা আদৌ কিছু হয়েছে কি না, সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
এ প্রসঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, সাকিবের পেশিতে ছোট লেগেছে। তবে এখনও রিপোর্ট আসেনি। আশা করি, ভারতের বিপক্ষে খেলতে পারবে।
তবে ক্রীড়া জগতে খুবই সাধারণ এক ইনজুরি মাংসপেশির আঘাত। স্পোর্টস ইনজুরির ১০ থেকে ৩০ শতাংশও এটি। সাধারণত এক থেকে দুই দিনের মধ্যেই এই চোট থেকে সেরে ওঠা সম্ভব। তবে চোট কিছুটা গুরুতর হলে ২ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে সাকিবকে। এক্ষেত্রে বিশ্বকাপের কিছু ম্যাচে সাকিবের খেলা নিয়ে শঙ্কা থাকবে।
এর আগে, বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের মুখ দেখল বাংলাদেশ। টাইগারদের ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ-অর্ডারের ব্যর্থতায় ৯ উইকেটে ২৪৫ রান তোলে লাল-সবুজেরা। জবাবে ৪৩ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউইরা। তিন উইকেট শিকারে ম্যাচসেরা হন লুকি ফার্গুসন।