ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

জানা গেল সাকিবের চোটের স্ক্যান রিপোর্ট

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ , ০৮:১৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরি শঙ্কায় পড়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের সময় উরুর মাংস পেশিতে টান লেগেছিল তার। তাই ম্যাচ শেষ হতেই স্ক্যান করাতে হাসপাতালে ছোটেন টাইগার পোস্টারবয় সাকিব। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে সাকিবের জায়গায় সম্প্রচার মাধ্যমের মুখোমুখি হন নাজমুল হোসেন শান্ত। টাইগার সহ-অধিনায়ক নিশ্চিত করেন যে, উরুর মাংস পেশির চোটের স্ক্যান করাতে হাসপাতালে গেছেন সাকিব। 

কিউইদের বিপক্ষে ঠিকমতো ব্যাট করতে পারেননি সাকিব। তবুও ৫১ বলে ৪০ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। এরপর ব্যথা নিয়ে বোলিং ঠিকই করেছেন সাকিব আল হাসান। ১০ ওভার বোলিং করে ১ উইকেট নিয়ে ৫৪ রান দেন তিনি।

শনিবার বিসিবির সূত্রে জানা গেছে যে, সাকিবের স্ক্যান রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। তিনি সুস্থই আছেন। এছাড়া কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের জ্বর হওয়া তথ্য ছড়িয়েছে। সেটাও সত্য নয় বলে জানিয়েছে বিসিবি। 

এদিকে দলীয় সূত্র জানিয়েছে, সাকিবের চোটের জায়গায় এখনো কিছু সমস্যা আছে। সে জন্য আগামী কয়েক দিন তার অবস্থা পর্যবেক্ষণ করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভারত ম্যাচে তার থাকা প্রায় নিশ্চিত। 

আগামী ১৯ অক্টোবর পুনেতে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার জন্য চেন্নাই থেকে আজ দুপুরে পুনেতে পৌঁছান সাকিব-রিয়াদরা। ভারত ম্যাচের আগে মানসিকভাবে বিপর্যস্ত টাইগার ক্রিকেটারদের দুদিনের ছুটি দেওয়া হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |