ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দেশ, সৌরভ গাঙ্গুলির ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ , ১০:৪৯ এএম


loading/img
ছবি- সংগৃহীত

ভারতে চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এরই মধ্যে শেষ হয়েছে এই আসরের ১৪টি ম্যাচ। এতে জমে উঠেছে ১০ দলের পয়েন্ট টেবিলের লড়াইও। এবারের আসরে কোন দেশ চ্যাম্পিয়ন হবে, তা নিয়েও চলছে নানান জল্পনা-কল্পনা। আর এবারের আসরের সবচেয়ে বড় বিস্ময় অপেক্ষাকৃত দুর্বল দল আফগানিস্তানের কাছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হেরে যাওয়া।

বিজ্ঞাপন

কার হাতে উঠতে যাচ্ছে এবারকার শিরোপা! শুধু শিরোপার ভবিষ্যদ্বাণীই না। সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, সেমিফাইনালিস্ট, ফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী চলছে। আর দিন যত গড়াচ্ছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা ও উত্তেজনা ততই বাড়ছে।

সমীকরণ মেলানোর তালিকায় প্রতিবারই ক্রিকেটবোদ্ধা, বিশ্লেষকদের পাশাপাশি নাম লেখান সাবেক ক্রিকেটাররা। ভারতের মাটিতে বিশ্বকাপ নিয়ে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও ভবিষ্যদ্বাণী করেছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দেশ, তা নিয়ে নিয়ে নিজের মতামত জানান বিসিসিআইয়ের সাবেক এই প্রেসিডেন্ট।

সৌরভ গাঙ্গুলির ভাষ্য, ভারত ঠিক সময় পিক করেছে। টানা তিন ম্যাচে জয়। খুব ভালো এগোচ্ছে।

তিনি বলেন, এই দল ফেভারিট। আমার মনে হচ্ছে ভারতই চ্যাম্পিয়ন হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |