ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রেকর্ডবুকে সাকিবের পাশে মুশফিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ , ০৫:৪৮ পিএম


loading/img
ফাইল ছবি

ভারতের বিপক্ষে ইনিংসের ৩০তম ওভারে বিশ্বের তৃতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। সেই রেকর্ডের সঙ্গে মুশফিক গড়লেন আরও একটি অনন্য রেকর্ড। 

বিজ্ঞাপন

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ হয়েছে মিডল অর্ডার এই ব্যাটারের। প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য এই রেকর্ড গড়েছিলেন সাকিব আল হাসান।

মুশফিক ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে খেলেছেন ৩২ ইনিংস।

বিজ্ঞাপন

এর আগে মুশফিক ইনিংসের শুরুতেই নাম লেখান রেকর্ডবুকে। বিশ্বকাপে তৃতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে নাম তোলেন রেকর্ডবুকে।

উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ রান শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমারা সাঙ্গাকারার। ৩৭ ম্যাচে ৩৫ ইনিংসে ১ হাজার ৫৩২ রান তার।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট। ৩১ ম্যাচে তিনি করেছেন ১ হাজার ৮৫ রান।

বিজ্ঞাপন

মুশফিকের সামনে চলতি বিশ্বকাপে হাতছানি রয়েছে গিলক্রিস্টকে ছাড়িয়ে যাওয়ারও।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |