ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সাকিবের চোট নিয়ে বিসিবির নতুন নাটক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ অক্টোবর ২০২৩ , ১১:১৩ এএম


loading/img
ছবি- সংগৃহীত

চলতি ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাংসপেশীর ইনজুরিতে পড়েন বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান। এরপর থেকেই সাকিবকে নিয়ে চলছে ধোঁয়াশা। টাইগার ভক্তদের প্রশ্ন একটাই— সাকিবের ইনজুরি কতটা গুরুতর। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ বিষয়ে এখনও টু শব্দটি পর্যন্ত করছেন না বোর্ড কর্তা, টিম ম্যানেজমেন্ট বা কোচদের কেউই।

বিজ্ঞাপন

গত ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনে চোট পান সাকিব। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরস্করবিতরণী অনুষ্ঠানে টাইগার অধিনায়ককে দেখা যায়নি। সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সে সময় জানান, সাকিব তার চোটের স্ক্যান করাতে দ্রুত হাসপাতালে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।

এরপর দুইবার স্ক্যান করানো হলেও রিপোর্টের বিস্তারিত কিছুই জানায়নি বিসিবি। চোটের কারণে ভারতের বিপক্ষেও খেলা হয়নি তার।

বিজ্ঞাপন

এদিকে বিশ্বমঞ্চে নিজেদের পঞ্চম ম্যাচে আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে সাকিব খেলবেন কি না, তা এখনও অজানা। কেননা, দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। টিম ম্যানেজমেন্ট থেকে সাকিবের দুটি এমআরআই রিপোর্ট-ই চেপে রাখা হয়েছে। আর এ লুকোচুরি নিয়েই কেউই মুখ খুলছেন না; যা কিনা দেশের ক্রিকেটে নতুন এক নাটকের জন্ম দিয়েছে।

এর আগে, ভারতের বিপক্ষে সাকিবের না খেলার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে সাকিবকে বিশ্রাম দিয়েছি। কারণ, আজ (১৯ অক্টোবর) ম্যাচ খেলে চোট বেড়ে গেলে সমস্যা হবে। সে পুরোপুরি ফিট হয়ে পরের ম্যাচগুলোতে খেললে ভালো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |