ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

‘কোহলি যত কম কথা বলবে ততই ভাল খেলবে’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ অক্টোবর ২০২৩ , ০৭:৫৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চলমান আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের জয়ের মাধ্যমে টানা চতুর্থ জয় নিশ্চিত করেছে ভারত। এই ম্যাচে ছক্কা হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৪৮তম সেঞ্চুরি পূর্ণ করেছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। ম্যাচে ৯৭ বলে ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সহাতায় ১০৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন সাবেক ভারতীয় অধিনায়ক। 

বিজ্ঞাপন

আগামী সোমবার পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ এবারের আসরের আরেক অপরাজিত দল দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড। এ পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের পরিসংখ্যান ভাল। যার প্রমান মেলে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়শীপের ফাইনালে। উল্লেখিত দুই ম্যাচেই কিউইদের কাছে পরাজিত হয়েছে ম্যান ইন ব্লূজরা।  

বাংলাদেশের বিপক্ষে জয়ের পর রাহুল গণমাধ্যমে বলেছেন, ‘বিরাটের সম্পর্কে একটি কথাই বলতে হয়, সে যত কম কথা বলবে সে ততই ভাল পারফর্ম করবে। দীর্ঘদিন ধরে সে একের পর এক অর্জন করে আসছে। বিশ্বকাপে আবারো সে নিজেকে প্রমান করেছে। ম্যাচের শেষভাগে তার সামনে সেঞ্চুরির সুযোগ ছিল, সে সেটা করে দেখিয়েছে। সেঞ্চুরি অর্জন সবসময়ই বিশেষ কিছু। আমি তার জন্য সত্যিই দারুন খুশী। রোহিতও এবারের আসরে সেঞ্চুরির দেখা পেয়েছে। আশা করছি যেভাবে বিশ্বকাপ এগিয়ে যাচ্ছে এভাবে আরো সেঞ্চুরি আমাদের আসবে এবং তার উপর ভর করে আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে পারবো।’

বিজ্ঞাপন

রাহুল জানান, বাংলাদেশী দুই ওপেনার তানজিদ হাসান (৫৩) ও লিটস দাসের (৬৬) ভাল শুরু করে ৯৩ রান যোগ করা সত্বেও ভারত ততটা চিন্তিত ছিলনা। তিনি বলেন , ‘আমরা জানতাম এখানকার উইকেটটা ভাল এবং বাংলাদেশের শুরুটা ভাল হবে। এর আগেও আমরা এই ধরনের পরিস্থিতিতে পড়েছি। শুধুমাত্র আমরা না, যেকোন দলেই ওপেনাররা যদি ভাল শুরু করে তবে নতুন বলে প্রতিপক্ষ দল কিছুটা চাপে পড়ে। কিন্তু একবার ফিল্ডিংয়ের বিধিনিষেধ খুলে গেলে প্রতিপক্ষের রান আটকে দেবার সুযোগ তৈরি হয়, আমরা সেই সুযোগটাই নিয়েছি। দুটি উইকেট তুলে নেবার পর আমরা তাদের উপর চাপ সৃষ্টি করি।’

রাহুল আরো বলেন, ‘সব মিলিয়ে দিনটা ভাল ছিল। আমিও উইকেটের পিছনে নিজের দায়িত্ব ভালভাবেই পালন করেছি। দলের অন্যরাও চেষ্টা করেছে।  আমরা  সত্যিই দারুন কিছু ক্যাচ নিয়েছি, এখানকার আউটফিল্ডও বেশ ভাল। সব মিলিয়ে আমরা দারুন খুশী।’

ভারত এ পর্যন্ত অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিরয়ছে। প্রতিটি ম্যাচেই পরে ব্যাটিং করে রান তাড়া করে ভারত জয় পেয়েছে। রাহুল বলেন আগে ব্যাটিং বা বোলিং যেটাই করিনা কেন গুরুত্বপূর্ণ হচ্ছে সেই দায়িত্বটা ভালভাবে পালন করা। আমরা এসব নিয়ে খুব বেশী চিন্তা করছি না।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |