চলমান ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয়ে রীতিমতো উড়ছিল পাকিস্তান। কিন্তু পরে টানা চার ম্যাচে হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে বাবর আজমদের। সবশেষ এবার বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাবর আজমরা। কিন্তু রুদ্ধশ্বাস এই ম্যাচে আশা জাগিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় হেরে গেছে ম্যান ইন গ্রিনরা।
গতকাল (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম. চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে অধিনায়ক বাবর আজম ও সৌদ শাকিলের জোড়া হাফসেঞ্চুরিতে ২৭০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে দক্ষিণ আফ্রিকা এইডেন মার্করামে ৯১ রানে ভর করে ১৬ বল ও ১ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। এই হারের ফলে বিশ্বকাপে পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল।
ম্যাচে অবশ্য পাকিস্তান জয়ের দেখা পেতেই পারতো। তবে আম্পায়ার্স কলে বেঁচে যান তাবরাইজ শামসি। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। পরাজয়ের পর পাক অধিনায়ক আম্পায়ার্স কলকে খেলার অংশ উল্লেখ করে বলেন, ‘ডিআরএস খেলারই অংশ। তবে ওটা যদি (আম্পায়ার) আউট দিতেন, সেটা আমাদের পক্ষে যেত। আম্পায়ার্স কল যেটা হয়ে গেছে, সেটা খেলারই অংশ।’
তবে সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার হরভজন সিং মনে করেন আম্পায়ারের ভুল ও ডিআরএসের ‘আম্পায়ার্স কল’ আইনের জন্য পাকিস্তান হেরেছে। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে হরভজন বলেন, ‘বাজে আম্পায়ারিং ও বাজে আইনের জন্য ম্যাচ হেরেছে পাকিস্তান। আইসিসির নিয়ম পরিবর্তন করা উচিত। বল স্টাম্পে লাগলে আউট, সেটা আম্পায়ার আউট দিক বা না দিক। সেটা না করলে প্রযুক্তি রাখারই দরকার কী?’
হারিস রউফ যখন নবম উইকেট তুলে নেন, ওই ওভারেই (৪৬তম) শেষ বলে প্রোটিয়া ব্যাটার তেবরিয়াজ শামসির প্যাডে বল আঘাত করলে এলবিডব্লিউর জন্য বড় আবেদন হয়েছিল। কিন্তু আম্পায়ার আউট দেননি।
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ নেন বাবর আজম। পরে বল ট্রাকিংয়ে দেখা যায়, বলটি শামসির লেগ স্টাম্পে আঘাত করেছে ঠিকই, কিন্তু আম্পায়ার যেহেতু আউট দেননি ফলে আম্পায়ার্স কলে পাকিস্তান রিভিউ হারায়।
যার অর্থ, আম্পায়ার আউট দিলে ঠিকই পাকিস্তান ম্যাচটি জিতে যেতো। অবশেষে লড়াই করে শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়েছে বাবর আজমদের।