ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন হারিস রউফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ , ০৬:০৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে অঘোষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। টুর্নামেন্টের সেমিফাইনালে যেতে হলে দুল দলকেই ম্যাচটি জিততে হবে। তবে নিউজিল্যান্ডের চেয়ে পাকিস্তানের আজকের সমীকরণটা অপেক্ষাকৃত একটু বেশি কঠিন। 

বিজ্ঞাপন

কারণ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানকে এই ম্যাচ শুধু জিতলেই হবে না, নির্ধারিত সময়ের ১৫ ওভার আগে জিততে হবে তাদের। আর এমন কঠিন ম্যাচের দিনে লজ্জার রেকর্ডে নাম উঠলো পাকিস্তানি পেসার হারিস রউফের। 

শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে রাচিন রবীন্দ্রর রেকর্ড গড়া সেঞ্চুরি ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করেছে কিউইরা।

এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভার বল করে ৮৫ রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন পাক পেসার হারিস রউফ। তার বোলিং স্পেলে দুটি ছক্কা হাঁকিয়েছেন কিউই ব্যাটাররা। আর এতেই হারিস রউফ গড়ে ফেলেছেন লজ্জার রেকর্ড। 

চলতি আসরে আজকের ম্যাচ পর্যন্ত যতগুলো ছক্কা হজম করেছে রউফ, বিশ্বকাপে ২৪ বছরের মধ্যে পাকিস্তানের এই পেসারের চেয়ে কোনো বোলার এক আসরে এত ছক্কা হজম করেননি। এক বিশ্বকাপে পাকিস্তানি এই পেসার (আজকের ম্যাচসহ) ছক্কা হজম করেছেন ১৬টি।

এতদিন বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কা হজম করার রেকর্ডটা ছিল জিম্বাবুয়ের পেসার তিনাশে পানিয়াঙ্গারার দখলে। ২০১৫ বিশ্বকাপের আসরে ১৫টি ছক্কা হজম করেছিলেন তিনি। এবার লজ্জার সেই রেকর্ড থেকে পানিয়াঙ্গারাকে মুক্তি দিলেন রউফ।

আর ২০১৯ বিশ্বকাপে ১৪ ছক্কা খেয়ে এই তালিকায় তিন নম্বরে ভারতীয় স্পিনার ইয়ুজবেন্দ্র চাহাল। একই বিশ্বকাপে তার সমান ছক্কা হজম করেছিলেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। ২০১৫ বিশ্বকাপে জেসন হোল্ডার ১৩ ছক্কা হজম করেছিলেন। এটি তালিকায় পঞ্চম অবস্থানে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |