চলমান ওয়ানডে বিশ্বকাপে বাঁচামরার ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত খেলায় পূর্ণাঙ্গ ২ পয়েন্ট পেয়ে আসরে চতুর্থ জয় তুলে নিয়েছে তারা। এতে চলতি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল বাবর আজমের দল।
শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ৩৫তম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রর রেকর্ড গড়া সেঞ্চুরি ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।
জবাবে রান তাড়ায় দুই দফায় বৃষ্টি আসার আগ পর্যন্ত ২৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২০০ রান তুলে পাকিস্তান। এরপর শেষ পর্যন্ত আর খেলা মাঠে না গড়ানোয় ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে ২১ রানে জিতেছে ম্যান ইন গ্রিনরা।
‘ডু অর ডাই’ ম্যাচে পাকিস্তানের অবিশ্বাস্য এই জয়ের নায়ক হার্ডহিটার ওপেনার ফখর জামান। ৮১ বলে ৮ চারের বিপরীতে ১১ ছক্কায় ১২৬ রানের হার না মানা দানবীয় ইনিংস খেলেছেন তিনি। তার দানবীয় সেঞ্চুরিতেই অসম্ভবকে সম্ভব করেছে ম্যান ইন গ্রিনরা।
এরপর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন ফখর। ইতোমধ্যে তার গুণগান গেয়েছেন ভারতের সাবেক বিস্ফোরক ওপেনার বীরেন্দর শেবাগ এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ। এবার তার স্তুতি গাইলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) তিনি বলেন, ফখর জাতি তোমাকে নিয়ে গর্বিত। সবসময় তোমার শক্তির ওপর বিশ্বাস রাখো এবং খেলতে থাকো। কখনও রান পাবে, কখনও পাবে না। এটা কোনও ব্যাপার নয়।
ফখরের উদ্দেশে সাবেক পাক অধিনায়ক আরও বলেন, পাকিস্তানের জন্য স্থায়ী ম্যাচ উইনার হয়ে উঠো। দেখবে আমরা অপরাজেয় থাকবো। বিজয়ী ক্রিকেটারদের অভিনন্দন। বিশ্বকাপের আশা এখনও শেষ হয়ে যায়নি।