ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোহনবাগানকে হারাল কিংস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ , ০৮:৫৪ এএম


loading/img
ছবি- সংগৃহীত

এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বসুন্ধরা কিংস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ নভেম্বর) কিংস অ্যারেনায় লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে ম্যাচের ৪৩তম মিনিটে মিগেল ফিগেইরার দৃষ্টি নন্দন গোলে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে বসুন্ধরা। 

ম্যাচের ৮০তম মিনিটে গোল করে ম্যাচ নিজেদের করে নেন কিংস অধিনায়ক রবসন রবিনিও। ডরির বাড়ানো বল থেকে দুর্দান্ত প্লেসিংয়ে জয় নিশ্চিত করেন কিংসের এ ব্রাজিলিয়ান।

বিজ্ঞাপন

এদিন মদকাণ্ডে নিষিদ্ধ থাকা নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পরিবর্তে মেহেদী হাসান শ্রাবণ গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্তভাবে পোস্ট সামলিয়েছেন।

গেল মাসে মোহনবাগানের মাঠে ২-২ গোলে ড্র করেছিল বসুন্ধরা। ‘ডি’ গ্রুপে চার ম্যাচে দুই জয়ে সাত পয়েন্ট কিংসের। গ্রুপের বাকি দুই ম্যাচ বসুন্ধরা কিংস ও মোহনবাগানের সমান পয়েন্ট থাকলেও হেড টু হেডে কিংস পরবর্তী রাউন্ডে খেলবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |