ঢাকাবৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ , ১২:০৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর আড়াইটায়।

গ্রুপ স্টেজে অপরাজেয় থেকে সেরা চার নিশ্চিত করেছে ভারত। এই ম্যাচেও সেই ধারাই বজায় রেখে, প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখতে চায় রোহিত-কোহলিরা। 

বিজ্ঞাপন

এদিকে গেল বিশ্বকাপে ভারতকে বিদায় করে ফাইনালে পা রেখেছিল নিউজিল্যান্ড। এবারও তার পুনরাবৃত্তি করে  টানা তৃতীয়বার ফাইনালে খেলতে চান কিউইরা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, বিশ্বকাপের চলতি আসরে ঘরের মাঠে চাপ সামলে আমরা ৯টি ম্যাচ জিতেছি। চাপ সামলেই আমরা শিরোপা জিততে চাই।

নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের মন্তব্য, আমরা জানি, খুবই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষায়। তারা (ভারত) এমন একটি দল, যারা সত্যিই খুব ভালো খেলছে। তবে আমরা জানি যে ফাইনাল, সেমিফাইনালের পর্যায়ে সবকিছু অনেকটা নতুন করে শুরু হয় এবং সবকিছুই নির্ভর করে দিনটির ওপর।

বিজ্ঞাপন

ব্যাটিং-শক্তিতে থাকা ভারত এবার বোলিংয়েও রীতিমতো বিধ্বংসী। যে কারণে রোহিত শর্মাদের একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে একাধিক খেলোয়াড় ফর্মে থাকায় একাদশ সাজানো নিয়ে কিউইদেরও চিন্তায় পড়তে হচ্ছে না।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। 

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লকি ফার্গুনসন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |