মাত্র দুইদিন আগে বাজিকরদের কাছে উইকেট ‘বিক্রি’ করতে গিয়ে হাতেনাতে ধরা খেয়েছিলেন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ কিউরেটর পান্দুরাং সালগাওনকার। বুধবার তা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় ভারতজুড়ে সৃষ্টি হয় মহা তোলপাড়। সেই রেশ না কাটতেই নিষিদ্ধ ড্রাগ নেয়ার অভিযোগের তীরে বিদ্ধ হলেন ভারতের এক ক্রিকেটার।
সম্প্রতি বিশ্ব ডোপ-বিরোধী সংস্থা (ওয়াডা) এ তথ্য প্রকাশ করেছে।
ওয়াডার রিপোর্টে জানানো হয়েছে, গেল বছর ডোপ টেস্টের জন্য সংস্থাটিতে ১৫৩ জন ক্রিকেটারের মূত্রের নমুনা পাঠায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এর মধ্যে একজন ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছে। তার মূত্রের নমুনায় নিষিদ্ধ মাদকের উপস্থিতি পাওয়া গেছে।
তবে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়া ক্রিকেটারের নাম প্রকাশ করেনি বিসিসিআই। বোর্ডের ভাষ্য, এই নিয়ে ওয়াডা থেকে এখনো আমরা কোনো রিপোর্ট পায়নি। তাই কোন ক্রিকেটারের রেজাল্ট পজিটিভ প্রমাণিত হয়েছে তা বলা যাচ্ছে না।
ওয়াডা জানিয়েছে, ওই ক্রিকেটার আইপিএল, রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি ও ইরানি ট্রফির মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলেছেন।
এর আগে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হন ভারত অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার প্রদীপ সাঙ্গোয়ান। ২০১৩ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় ডোপ পরীক্ষায় ধরা পড়েন তিনি।
ডিএইচ