টি-টোয়েন্টির আবির্ভাবে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরুর পর এই আলোচনা আরও বেগবান হয়েছিল। কারণ, টুর্নামেন্টের শুরুতে গ্যালারির শূন্যতা বেশ ভালোভাবেই চোখে পড়ছিল। যদিও বিশ্বকাপ যত এগিয়েছে, গ্যালারিতে দর্শকের উপস্থিতি তরতরিয়ে বেড়েছে।
ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে আলোচনা না থামলেও এবারের বিশ্বকাপ আইসিসির সেরা ইভেন্টের তকমা পেয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির ভাষ্য, দর্শক উপস্থিতিতে অন্য সব আইসিসি ইভেন্টকে ছাড়িয়ে গেছে ভারত বিশ্বকাপ। সম্প্রচার এবং ডিজিটাল মাধ্যমেও অন্য সব আসরকে ছাড়িয়ে গেছে এটি।
মঙ্গলবার (২১ নভেম্বর) আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সব মিলিয়ে বিশ্বকাপজুড়ে গ্যালারিতে বসে ব্যাটে-বলের উন্মাদনা উপভোগ করেছেন ১ কোটি ২ লাখ ৫০ হাজার ৩০৭ জন দর্শক। যা আইসিসির কোনো টুর্নামেন্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড।
আইসিসির কোনো টুর্নামেন্টে এর আগে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি ছিল ২০১৫ বিশ্বকাপে। তাসমান সাগর পাড়ের দুই প্রতিবেশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনের সেই বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখেছেন ১ কোটি ১ লাখ ৬ হাজার ৪২০ জন দর্শক। দুইটি টুর্নামেন্টেরই শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।
ভারত বিশ্বকাপের ফাইনালে ধারণা করা হচ্ছিল, ১ লাখ ৩০ হাজার দর্শকের জনসমাগম ঘটবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই বিশাল সংখ্যাক দর্শক যে ভারতের পক্ষেই গলা ফাটাবেন সেটা নিয়েও বেশ আলোচনা হচ্ছিল। কিন্তু আইসিসি জানিয়েছে, ৯০ হাজারের কিছু বেশি দর্শকের উপস্থিতি ছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
ভারত বিশ্বকাপ শুধু দর্শক উপস্থিতির রেকর্ডই ভাঙেনি। সম্প্রচার এবং ডিজিটাল মাধ্যমেও অন্য সব আইসিসি টুর্নামেন্টকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি। যদিও সংখ্যা প্রকাশ করেনি নিয়ন্ত্রক সংস্থাটি।