ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ঘরের মাঠে মাজিয়ার বিপক্ষে প্রতিশোধ বসুন্ধরা কিংসের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ , ০৮:১০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চলমান এএফসি কাপে মালদ্বীপের ক্লাব মাজিয়ার মাঠে ৩-১ ব্যবধানে হেরে খুবই বাজেভাবে শুরু হয়েছিল। তবে পরের ম্যাচগুলোয় পরিস্থিতি বদলে দেয় বসুন্ধরা কিংস। এতে গ্রুপ ডি থেকে টেবিল টপার হয়েই একই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নেমেছিল তারা। এবার ঘরের মাঠে মাজিয়ার বিপক্ষে মধুর প্রতিশোধ নিলো অস্কার ব্রুজেনের শিষ্যরা। 

বিজ্ঞাপন

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও মাজিয়া। যেখানে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্ত কামব্যাকে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পেয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন দলটি। বসুন্ধরার হয়ে একটি করে গোল করেন ববুরবেক ইউলদোশেভ ও মিগুয়েল ফেরেইরা। আর মাজিয়ার একমাত্র গোলটি করেন রিগান ওবেং।

কিংস অ্যারেনা যে কিংসের দুর্গ সেটা আজ আবার প্রমাণ হলো। ম্যাচের ১০ মিনিটেই  রিগান ওবেং গোল করলে পিছিয়ে পড়ে কিংস। তবে পিছিয়ে পড়ার চাপ কিংসের ফুটবলারদের তেমন গ্রাস করেনি। গোলের চেষ্টা করে গেছেন তারা অনবরত। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি চেষ্টা করলেও সুফল মেলেনি। বিরতি থেকে ফিরেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কিংসের ফুটবলাররা।

বিজ্ঞাপন

অবশেষে ৮০ মিনিটে গিয়ে সফল হয়েছেন স্বাগতিকরা। এই সফলতার উৎস বাংলাদেশের ওয়ান্ডার বয় শেখ মোরসালিন। বাম প্রান্ত থেকে তার করা ক্রসে হেড করেছেন কিংসের বিদেশি ফুটবলার গফুরভ। তাতে ম্যাচে আসে সমতা। সমতা আসার পর কিংস পূর্ণ তিন পয়েন্টের জন্য মরিয়া হয়ে উঠে। আরও বেশ কয়েকটি কর্ণার আদায় করে নেয় তারা।

৮৮ মিনিটে ডি-বক্সের কয়েক গজ সামনে থেকে বুদ্ধিদীপ্ত চীপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান মিগুয়েলে। তাতে পুরো কিংস অ্যারেনা মাতে উল্লাসে। এরপর আর কোনো গোল না হলেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

পাঁচ ম্যাচ শেষে পূর্ণ দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো তারা। এছাড়া  এএফসি কাপে তিন হোম ম্যাচেই পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করল কিংস। আগামী ১১ ডিসেম্বর ভারতে গিয়ে উড়িষা এফসিকে হারাতে পারলে আবার এশিয়ান অঞ্চলের আঞ্চলিক সেমিফাইনাল খেলার সুযোগ মিলবে বাংলাদেশের কোনো ক্লাবের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |