পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় ইংলিশরা। কিন্তু ক্যারিবীয় বোলারদের ঘুরে দাঁড়ানোর দিনে ১৭১ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেলের মারকুটে ৪৯ রানের জুটিতে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দুই বছর পর প্রত্যাবর্তনের ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচেরা হয়েছেন আন্দ্রে রাসেল।
ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে ঝোড়ো শুরু এনে দেন দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। পাওয়ার প্লেতেই ৭৭ রান তুলে ফেলে এই জুটি। এরপর সল্টকে ফেরান রাসেল। ২০ বলে ৪০ রান করে ফেরেন এই ওপেনার।
এরপর দলীয় ১১৭ রানে ফেরেন বাটলারও। ১৯ বলে ২৭ রান করা লিভিংস্টোনকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন রাসেল। এরপর রেহান আহমেদকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে যৌথভাবে ইনিংসের সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাসেল। শেষ পর্যন্ত ১৭১ রানের পুঁজি দাঁড় করায় ইংল্যান্ড।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ব্র্যান্ডন কিংয়ের বিদায়ের পর দলকে শক্ত ভিত গড়ে দেন শাই হোপ ও কাইল মায়ার্সের দুর্দান্ত ব্যাটিং। অবশ্য দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন রাসেল ও পাওয়েল জুটি।
১৪ দশমিক ৪ ওভারে দলীয় ১২৩ রানের মাথায় ৬ উইকেট হারানোর পর সেখান থেকে দলকে জেতানোর কাজটা সেরেছেন এই দুই ক্রিকেটার। ৩ চার ও ২ ছক্কায় ১৫ বলে ৩১ রানের দুর্দান্ত ক্যামিও খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন পাওয়েল। অন্যদিকে ২ ছক্কা ও ২ চারে ১৪ বলে ২৯ করে অপরাজিত ছিলেন রাসেল। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।