ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

শেষ বিকেলের অস্বস্তিতে দিন পার পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ , ০৬:২৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

পার্থ টেস্টে পাকিস্তানের অভিষিক্ত পেসার আমির জামালের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৮৭ রানে অল-আউট হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় দিন শেষে ৫৩ ওভারে ২ উইকেটে ১৩২ রান করেছে পাকিস্তান। ৮ উইকেট হাতে নিয়ে ৩৫৫ রানে পিছিয়ে সফরকারীরা। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ১৫ ও অ্যালেক্স ক্যারি ১৪ রান নিয়ে ক্রিজে নামেন। তবে দিনের ১৩তম ওভারে মার্শ-ক্যারি জুটি ভাঙেন জামাল। ৪ বাউন্ডারিতে ৩৪ রান করা ক্যারিকে বোল্ড করেন জামাল। এরপর ১২ রান করা মিচেল স্টার্ককেও বোল্ড আউট করেন অভিষিক্ত এই পেসার।

ক্যারি ও স্টার্ক ফিরলেও অন্যপ্রান্তে সেঞ্চুরির পথেই ছিলেন মার্শ। কিন্তু নার্ভাস নাইন্টিতে মার্শকে ফেরান আরেক অভিষিক্ত পেসার খুররাম শাহজাদ। ১৫ চার ও এক ছক্কায় ১০৭ বলে ৯০ রানে বোল্ড হন মার্শ।

বিজ্ঞাপন

দলীয় ৪৭৬ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হন মার্শ। এরপর ১১ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার শেষ দুই উইকেটের পতন ঘটান জামাল। ৪৮৭ রানে অল-আউট হয় অজিরা।

দ্য গ্রিন ম্যানদের হয়ে ১১১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন জামাল। পাকিস্তানের নবম পেসার হিসেবে অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। এমনকি পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টে পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগারও এখন ২৭ বছর বয়সী জামালের। এ ছাড়া শাহজাদ দুটি, আফ্রিদি-ফাহিম একটি উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ৭৪ রানের উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৬ বাউন্ডারিতে ৪২ রানে অস্ট্রেলিয়ার স্পিনার নাথানের শিকার হন ওপেনার আব্দুল্লাহ শফিক।

বিজ্ঞাপন

শফিক ফেরার পর অধিনায়ক শান মাসুদকে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার ইমাম-উল-হক। সাবধানে খেলে দিন শেষ করার পথেই ছিল এই জুটি। কিন্তু দিনের খেলা শেষ হবার ২১ বল আগে মাসুদের বিদায় ঘণ্টা বাজে। ৫ চারে ৩০ রান করে স্টার্কের বলে সাজঘরে ফেরেন পাকিস্তানের অধিনায়ক।

এরপর নাইটওয়াচম্যান শাহজাদকে নিয়ে দিনের বাকি সময় ভালোভাবে শেষ করেন ইমাম। শাহজাদ ৭ এবং ইমাম ৩৮ রানে অপরাজিত আছেন।

এর আগে, সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ওপেনার ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ৮৪ ওভারে ৫ উইকেটে ৩৪৬ রান করেছিল অস্ট্রেলিয়া। ১৬ চার ও ৪ ছক্কায় ২১১ বলে ১৬৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাওয়া ওয়ার্নার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |