ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সাকিব-মুশফিকদের কোচ হতে আগ্রহী হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ , ০২:৫৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

প্রায় এক দশক ধরে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হিসেবে কাজ করছেন হাবিবুল বাশার সুমন। নতুন মেয়াদে চুক্তি বাড়ানোর প্রস্তাব পেলে ভেবে দেখার কথাও জানিয়েছেন সাবেক এই দলপতি। পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

চলতি বছরের ৩১ ডিসেম্বর টাইগারদের নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হচ্ছে। তাই বাশার-নান্নুদের বিকল্প ভাবনায় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা বিসিবি। 

জোর গুঞ্জন উঠেছে, নির্বাচক প্যানেলে নতুন মুখ আসছে। তাই পরবর্তী বোর্ড সভায় তাদের ভাগ্য নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

তবে দীর্ঘ দিনের পথচলায় বাংলাদেশ দলের সাফল্য-ব্যর্থতায় তৃপ্ত সাবেক এই অধিনায়ক।

বাশারের ভাষ্য, নির্বাচক এমন একটা জব সবকিছুর বাইরে থেকে কাজ করতে হয়। নির্বাচক হিসেবে কোনো কিছুর সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

এদিকে গুঞ্জন চাউর হয়েছে, কোচিং পেশা বেঁছে নিতে পারেন বাশার। তবে বোর্ডের চাওয়া-পাওয়াকেই গুরুত্ব দিচ্ছেন দেশের ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটার।

বিজ্ঞাপন

বাশারের ভাষ্য, অভিজ্ঞতা আমার আছে। আমি ক্রিকেটের সঙ্গে থাকতে পছন্দ করি। আমার মাঠে থাকতে ভালো লাগে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |