ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কোহলির দুর্বলতা ফাঁস করলেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৪ ডিসেম্বর ২০২৩ , ১২:৪২ পিএম


loading/img
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছে ভারত। ইতোমধ্যে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ করেছে দুদল। টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল, বাকি দুই ম্যাচে একটি করে জিতেছে উভয়ই দল। তবে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত।

বিজ্ঞাপন

এবার সাদা পোশাকের লড়াইয়ে মাঠে নামবে দুই দল। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলে দিলেন কোহলির দুর্বলতা কোথায়।

ডি ভিলিয়ার্স মনে করেন, বিরাটের মতো ব্যাটারকে আউট করতে হলে আলাদা পরিকল্পনা নিতেই হবে। এমন কিছু করতে হবে, যা ওর ভাবনাচিন্তার বাইরে। তাহলেই কোহলিকে পরাস্ত করা সহজ হবে।  

তিনি বলেন, একনাগারে চতুর্থ স্টাম্পে বোলিং করে যাওয়া। অফ স্টাম্পের বাইরে বিরাটের দুর্বলতা রয়েছে। সেটা দুনিয়ার সব বোলারই জানে। ওর সেই দুর্বলতাকেই কাজে লাগাতে হবে এবার।

এদিকে পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে গেছেন কোহলি। ফলে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না তিনি। কিন্তু কোহলির টেস্ট সিরিজ খেলা নিয়ে কোনো সংশয় নেই। ফলে প্রোটিয়া বোলারদের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |