নেপিয়ারে ঐতিহাসিক জয়ের পর এখন মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ দল। এখানেই হবে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ। আর টাইগারদের সামনে সুযোগ প্রথমবারের মতো কিউইদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের।
মঙ্গানুইয়ে পৌঁছে টাইগারদের সহকারী কোচ নিক পোথাসের ভাষ্য, লম্বা ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না, তা জরুরি নয়, বিশ্রাম নেওয়াটা জরুরি। সবসময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে এমন নয়।
পোথাস জানালেন, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবিলা করছেন, শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের ২ বল কী হবে, তা ভাবতে পারবেন না। কারণ, ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না, তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।
-
আরও পড়ুন : লিটনকে ঘিরে দুঃসংবাদ
প্রোটিয়া এই কোচ যোগ করেন, আমরা কিন্তু ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয়, বড় জয়। এই ছেলেরা যদি আগামী ২ থেকে ৩ বছর খেলতে থাকে, তারা দেখিয়ে দেবে; তারা কী করতে পারে। একজন ব্যাটার যখন ক্রিজে যায়, এটা ভেবে যে এটাই তার শেষ ইনিংস, ব্যাপারটা আতঙ্কের। বোলিংয়ের চেয়ে ভালো ব্যাটিং করা কঠিন। আপনার কাছে সুযোগ একটাই। বোলিংয়ে আপনি একটা খারাপ বল করার পর আরও একটা ভালো বল করে কামব্যাক করতে পারেন। ব্যাটিংয়ে একটাই চান্স। এ কারণে আপনার স্কিল প্রয়োজন।