সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে আলোচিত এক অধ্যায় ‘নির্বাচক প্যানেল’। এই পদে সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু থেকে শুরু করে হাবিবুল বাশার সুমনে আস্থা হারিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। আর দলের খারাপ পারফরম্যান্সে নির্বাচক প্যানেলের দিকেই সমালোচনার তীর ছুঁড়ে দেওয়া হয়।
যদিও ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন, চলতি মেয়াদের পর নতুন কাউকে নিয়োগ দিতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি। তবে এমন গুঞ্জনের সঙ্গে একমত নন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। তার (রফিক) দাবি, তাদের (নির্বাচক) কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন একবারে গোঁড়া থেকে করতে হবে।
আরটিভি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন সাবেক এই অলরাউন্ডার।
মোহাম্মদ রফিকের ভাষ্যমতে, এটা চিন্তা করবেন না, তারা একটা গ্রুপ। তাদের (নির্বাচক) কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন একবারে গোঁড়া থেকে করতে হবে। কারণ, একটি বিষয় মনে রাখবেন, প্রফেশনাল একটি জায়গায় একজন লোক; তিন থেকে চার বছরে যা দেওয়ার দিয়ে দেন। এখন আপনি তিন থেকে চার বছরের ভেতরে যদি না দেন; এখন আপনার হয়ে গেছে এক যুগের বেশি, এখনও আপনি দিতে পারেন নাই; কি আশা করেন, ওই লোকদের কাছে।
নির্বাচক প্যানেলে পরিবর্তন প্রসঙ্গে সাবেক এ ক্রিকেটারের দাবি, আপনি যত পরিবর্তন করবেন, তত নতুন ক্যালেন্ডার করে দেবে, নতুন প্ল্যানিং তৈরি করবে। ১০ থেকে ১৫ বছর ধরে আপনি এক জায়গায় থাকলে, যা দেওয়ার তা তো দিয়েই দিচ্ছেন। এখন তো আমি (নির্বাচক), জিন্দা লাশ হিসেবে কাজ করছি। এখান থেকে আমাদের বের হতে হবে।
রফিক যোগ করেন, এটা প্রফেশনাল জায়গা, প্রফেশনালি আমাদের কাজ করতে হবে। একজন লোক বিষয়টি (মেয়াদ) পূরণ করেছে, এখন আরেকজন লোক দেখি। তিনি আবার নতুন কিছু করুক। আমাদের কিন্তু এমন প্ল্যানিং নেই।