জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার হাঁটুর চোট বেশ খবর পুরোনো। গুঞ্জন উঠেছিল, জাতীয় সংসদ নির্বাচনের পর তার হাঁটুতে অপারেশন করাবেন তিনি। যে কারণে আসন্ন বিপিএলে খেলবেন না তিনি।
তবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহর বিশ্বাস, এবারের আসরেও খেলবেন ম্যাশ।
-
আরও পড়ুন : সিডনি টেস্টসহ টিভিতে আজকের খেলা
তার (রাজিন সালেহ) ভাষ্যমতে, মাশরাফীর কোনো আপডেট নেই, তবে কেন আমি আপডেট বলছি। মাশরাফী এমন একটা মানুষ যে বলবে খেলবে না, কিন্তু আমরা বিশ্বাস করি ও (ম্যাশ) খেলবে। ও যতক্ষণ না পর্যন্ত মাঠে আসে, ততক্ষণ পর্যন্ত বলতে পারব না ও খেলছে কি না। কারণ, ও এমন একটা ছেলে যখন তখন খেলে ফেলে। আমরা ধরে রাখছি মাশরাফী খেলবে। তাই আমিও আশাবাদী এ ব্যাপারে।
এদিকে চাউর হয়েছে সিলেটের কোচিং স্টাফে নতুন কাউকে যুক্ত করার। এ প্রসঙ্গে রাজিনের মন্তব্য, কোচিং স্টাফে আমি, রাসেল মুরাদ খান ও ডলার মাহমুদ আছে। নতুন করে কেউ আসবে কি না; এখনও নিশ্চিত নয়। এটা এখন সম্পূর্ণ ম্যানেজমেন্টের বিষয়।
-
আরও পড়ুন : দুঃসংবাদ পেল বাংলাদেশ
উল্লেখ্য, বিপিএলের দশম আসর আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে। ৭ দলের এই টুর্নামেন্টে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে।