ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। যেখানে জায়গা পেয়েছে কয়েকদিন আগেই নিষিদ্ধ হওয়া মুজিব উর রহমান।
শনিবার (৬ জানুয়ারি) দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ খানকে প্রাথমিকভাবে দলে রাখলেও তার পিঠের চোট এখনও পুরো সারেনি। ফলে তার খেলা নিয়ে সংশয় রয়েছে। চলতি জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই রশিদকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই টিম ম্যানেজমেন্ট। তাই ভারতের বিরুদ্ধে অধিনায়ক করা হয়েছে ইব্রাহিম জাদরানকে।
এদিকে আফগানিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে সই না করায় মুজিবকে শাস্তি হিসেবে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র দেয়নি আফগানিস্তান। ফলে আইপিএলে কেকেআরের হয়ে তার খেলা নিয়ে সংশয় দেখা দেয়।
জানা গেছে, বোর্ডের সঙ্গে মুজিব কথা বলে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করায় তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া নিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। তাই ধারণা করা হচ্ছে, আইপিএলে খেলতে সমস্যা হবে না আফগানিস্তানের এ তারকা স্পিনারের।
আগামী ১১ জানুয়ারি মোহালিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। এরপর ১৪ জানুয়ারি ইন্দোরে দ্বিতীয় ম্যাচ ও বেঙ্গালুরুতে তৃতীয় ম্যাচ ১৭ জানুয়ারি।
আফগানিস্তান দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), হজরতুল্লাহ জাজাই, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মাদ নবি, রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ, নবীন উল হক, কাইস আহমেদ, গুলবদিন নাইব, রশিদ খান, নুর আহমেদ ও মোহাম্মদ সালিম।