ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

বিপিএলের নতুন নিয়মে বিপদে পড়তে যাচ্ছে দলগুলো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ , ০৫:৩৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আইপিএলের গত আসরে বেশ কিছু নিয়ম পরিবর্তন করে ছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এ ছাড়াও প্রতিটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেরই বেশ নিয়ম থাকে। তাই এবারের বিপিএলেও বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছে বিসিবি।

বিজ্ঞাপন

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির প্লেয়িং কন্ডিশনে সবচেয়ে বড় যে পরিবর্তন আনা হয়েছে তা ফিল্ডিং দলের জন্য খানিকটা খারাপ সংবাদই। বোলিং পরিবর্তনে ৬০ সেকেন্ডের বেশি সময় নিলে ফিল্ডিং দলকে প্রথমবার সতর্ক করবেন আম্পায়ার। একই ইনিংসে দ্বিতীয়বার একই ভুল করলে পেনাল্টি হিসেবে ব্যাটিং দল পাবে ৫ রান।

বিপিএলে স্ট্যাম্পিং রিভিউতে নো বল চেক করবেন না আম্পায়ার। সরাসরি ব্যাটিং প্রান্তের ফুটেজ বিশ্লেষণ করবেন থার্ড আম্পায়ার। বিপিএলে থাকছে না কোনো টাইমড আউট। তার পরিবর্তে থাকবে ৫ রানের পেনাল্টি।

বিজ্ঞাপন

এ ছাড়া কোনো দল একাদশে বিদেশি কোটা পূরণ করতে না পারলে ম্যাচ রেফারির কাছে তার জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে নির্দিষ্ট কোটার চেয়ে কম বিদেশি নিয়েও খেলতে পারবে দলগুলো। দেশি ক্রিকেটার দিয়ে বিদেশির কোটা পূরণ করতে পারবে।

এর আগে বিদায়ী বছরে শেষ দিকে ক্রিকেটের বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা কার্যকর হয়েছে এ বছরের শুরু থেকেই।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার লড়াই দিয়ে পর্দা উঠবে বিপিএলের দশম আসরের। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট ও চট্টগ্রাম। ১ মার্চের ফাইনালের মধ্য দিয়ে ৭ দলের এই আসরের পর্দা নামবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |