• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিপিএলের দশম আসরে প্রথম ফিফটি ইমরুলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭
ইমরুল
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ওপেনার ইমরুল কায়েস। তার নেতৃত্বেই তিনটি (২০১৮, ২০২২ ও ২০২৩ সাল) শিরোপা উৎসব করেছে টুর্নামেন্টের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে বিপিএলের দশম আসর থেকে তাকে আর নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে না। তাকে সরিয়ে ওপেনার লিটন দাসকে অধিনায়ক করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মূলত কিছু ম্যাচে তাকে একাদশের বাইরে রাখার পরিকল্পনা থেকেই অধিনায়কত্ব থেকে এই ওপেনারকে সরানো হয়েছে বলে গুঞ্জন। তবে কুমিল্লার সিদ্ধান্তে যে কিছুটা খুঁত আছে, দশম আসরের উদ্বোধনী ম্যাচেই সেটার প্রমাণ দিলেন এই ওপেনার। নেতৃত্বভার হারানোর ক্ষোভ মাঠে ঠিকই উগরে দিয়েছেন তিনি। এটি চলতি বিপিএলের প্রথম হাফ-সেঞ্চুরি।

৪২ বলে হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার। তবে ব্যক্তিগত অর্ধশতকের পর খুব বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি তিনি। দুই ছক্কা ও ৬ চারে ব্যক্তিগত ৬৬ রানে তাসকিনের বলে শরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এর আগে, ব্যক্তিগত ২৩ রানে জীবন পান কুমিল্লার সাবেক এই অধিনায়ক। সেই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি।

এর আগেও, পাওয়ার প্লেতে লিটনকে হারায় কুমিল্লা। সেখান থেকে কুমিল্লাকে টেনে তোলার দায়িত্ব নেন ইমরুল ও হৃদয় জুটি। দলীয় ২৩ রানে লিটন ফেরার পর ১০০ রানের জুটি গড়েন তারা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শনিবার ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিদায়ী টেস্টের আগে ইমরুলের আবেগঘন বার্তা
‘হারপিক’ নিয়ে ফেসবুকে তোলপাড়, জানা গেল কারণ