ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কী হয়েছে দিবালার?

স্পোর্টস ডেস্ক

বুধবার, ০৮ নভেম্বর ২০১৭ , ১১:০৬ এএম


loading/img

দুর্দান্তভাবে মৌসুম শুরু করেছিলেন পাওলো দিবালা। প্রায় প্রতি ম্যাচেই দৃষ্টিনন্দন গোল করে মনোযোগ আকর্ষণ করেছিলেন ফুটবল অনুরাগীদের। হঠাৎই করেই কেন জানি ছন্দপতন। রিয়াল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ভীষণ গোলখরায় ভুগছেন তিনিও। শেষ ৯ ম্যাচে জালে বল পাঠিয়েছেন মাত্র ১বার। নিন্দুকেরা তো প্রশ্নও ছুড়ে দিয়েছেন, যাকে ভাবা হচ্ছে পরবর্তী লিওনেল মেসি তাহলে কি তার ঝলক ফুরিয়ে গেলো।

বিজ্ঞাপন

এমন প্রশ্নবাণে বিদ্ধ হওয়ার পর দলের উঠতি সেনসেশনের হয়ে কথা বললেন জুভেন্টাস প্রধান নির্বাহী গুইসেপ্পে মারোত্তা। বললেন, দিবালার গোলখরা নিয়ে আমরা চিন্তিত নই। তাকে সময় দিলে সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন।

মৌসুমের শুরুতে একের পর এক গোল করে ফুটবল রোমান্টিকদের অভিভূত করে রেখেছিলেন দিবালা। সিরি আ’য় সাস্সুয়োলো ও জেনোয়ার বিপক্ষে করেছিলেন চোখজুড়ানো হ্যাটট্রিক। সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে ১২ গোল করে নতুন দিনের জানান দিয়েছিলেন এ আর্জেন্টাইন। তবে হঠাৎই পথ হারিয়ে বসেন তিনি। গেলো দুই মাসে করেছেন মাত্র ১ গোল।

বিজ্ঞাপন

তবে এ নিয়ে একদমই উদ্বিগ্ন নন মারোত্তা। ডোমেনিকা স্পোর্টিভাকে তিনি বলেন, আমার মতে, এটা বেড়ে ওঠার খুব স্বাভাবিক একটি পথ। স্মরণে রাখতে হবে, দিবালার বয়স এখনো ২৪ হয়নি। ১৫ নভেম্বর ২৪-এ পা দেবে ও। এটা স্বাভাবিক, একজন খেলোয়াড় ২৬/২৭ বছর বয়সে পরিণত হয়।

জুভেন্টাস সিইও বলেন, আমরা নিঃসন্দেহে বলতে পারি, তার দারুণ প্রতিভা আছে। তবে চ্যাম্পিয়ন হয়ে উঠতে সময় লাগবে। কাউকে চ্যাম্পিয়ন বলে তখনই গণ্য করা হবে, যখন সে পারফরম্যান্সে ধারাবাহিক হবে। নিয়মিত গোল করবে, সতীর্থদের দিয়ে গোল করাবে। দলের হয়ে ফলাফল বয়ে আনবে।

মোরাত্তোর মতে, এখনো দিবালা সেই পর্যায়ে এসে পৌঁছায়নি। তার বয়স মাত্র ২৩। জুভেন্টাসে যোগ দেয়ার পর থেকেই এ ফরোয়ার্ড দলের ভার বয়ে চলেছে। প্রত্যেকেই তার কাছ থেকে অতিরিক্ত কিছু পেতে চায়। তবে এজন্য ধৈর্য ধরতে হবে।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |