• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ৬ ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি  নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৪, ১৫:৪৮
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ৬ ভারতীয় ক্রিকেটার
ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-আইসিসি ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের ৪ ক্রিকেটার জায়গা পেয়েছিলেন। এবার বর্ষসেরা ওয়ানডে দলেও বরাবরের মতো ভারতীয়দেরই আধিপত্য। অধিনায়ক রোহিত শর্মাসহ মোট ৬ জন ক্রিকেটার রয়েছেন ৫০ ওভারের ফরম্যাটে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপের বছর হওয়ায়, বৈশ্বিক মহারণের পারফরম্যান্স খুব ভালোভাবেই প্রভাব রেখেছে। ১১ জনের দলে ৬ জনই ভারতীয়। ভারত ছাড়া অন্য তিন দেশের ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে দলপতি হিসেবে জায়গা পেয়েছেন রোহিত শর্মা। বিশ্বমঞ্চে বেশ ছন্দে ছিলেন ভারতীয় অধিনায়ক। ৫০০-এর বেশি রান করেছেন ঘরের মাঠে বৈশ্বিক আসরে। একই সঙ্গে রয়েছেন কিং কোহলিও। ওয়ানডে বৈশ্বিক মহারণে সবচেয়ে বেশি রান সংগ্রাহক তিনি। এ ছাড়া বছরজুড়ে করেছেন এক হাজার ৩৭৭ রান।

এই দুই ভারতীয় ছাড়াও শুভমান গিল, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন।

এদিকে ভারত বিশ্বকাপ জয়ী অধিনায়ক হলেও একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। তবে ফাইনালের নায়ক ট্রাভিস হেড এই দলে রয়েছেন। হেডের পাশাপাশি অ্যাডাম জাম্পাও জায়গা পেয়েছেন।

এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও হেইনরিখ ক্লাসেন এবং নিউজিল্যান্ডের ডেরিল মিচেল এই দলে জায়গা পেয়েছেন।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ডেরিল মিচেল, হেনরিক ক্লাসেন, মার্কো ইয়ানসেন, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের
ভারতীয় এমপিকে বিয়ের প্রস্তাব দিলেন রিঙ্কু সিং
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ১২ ভারতীয় নিহত
সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক