• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

রংপুরের ছুটির দিনে সাকিবের ফিরে আশার লড়াই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২৪, ১৬:৩৭
সাকিব আল হাসান
ছবি- সংগৃহীত

বিপিএল মানেই টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের আধিপত্য। ইতিহাস তো সেই কথাই বলে। আগের নয় আসরের চারটিতেই টুর্নামেন্ট সেরা হয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে চলমান আসরে এখনও স্বরূপে ফিরতে পারেননি তিনি।

রংপুর রাইডার্সের হয়ে তিন ম্যাচ খেলে ব্যাট হাতে দুই ইনিংসে চার রান ও বোলিংয়ে দুই উইকেট শিকার করেছেন। মূলত চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে ভালো করতে পারছেন না তিনি। তাকে ফিরে আসার জন্য লড়াই করে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার।

রোববার (২৮ জানুয়ারি) অনুশীলন ছিল না রংপুর রাইডার্সের। তবে রানের ফিরতে মরিয়া সাকিব আল হাসান। তাই ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস ও কোচ সোহেল ইসলামকে সঙ্গে নিয়ে অনুশীলনে আসেন দেশ সেরা ক্রিকেটার।

এদিন বেশ কিছুক্ষণ ধরে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। চোখের সমস্যায় ব্যাটিংয়ে সুবিধা করতে না পরলেও চেষ্টার কোনো কমতি নেই তার। এই জন্যই হয়তো সাকিব বিশ্বসেরা। গত ম্যাচে রংপুরের নয় উইকেট গেলেও ব্যাটিংয়ে নামেননি। বিপরীতে বোলিং কোটায় খেলে যাচ্ছেন সাকিব।

এদিন সাকিবে সঙ্গে অনুশীলন করেন রাইডর্সের আরেক ব্যাটার রনি তালুকদার। চলতি বিপিএলে হাসছে না রনির ব্যাট। চার ম্যাচে মাত্র ৩৮ রান করেছেন এই ডান হাতি ব্যাটার।

অন্যদিকে এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি কামরুল ইসলাম রাব্বি। তবে দলের প্রয়োজনের জন্য তাকে ব্যবহার করতে চান কোচ সোহেল। তাই এদিন তাকেও নেটে অনুশীলন করতে দেখা যায়।

আগামী মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের রংপুর রাইডার্স। চার ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের চার নম্বরে আছে রংপুর।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম
দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল সাকিব
সাকিবকে বরণ করে নিলো গায়ানা অ্যামাজন 
৮ দফা দাবি আদায়ে রংপুরে সনাতনীদের বিভাগীয় সমাবেশ