• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিপিএল ২০২৪

ঢাকার দ্বিতীয় পর্বের পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠেছে গত ১৯ জানুয়ারি। ফলে দেখতে দেখতে পেরিয়েছে ১৬ দিন। ৪৬ ম্যাচের মধ্যে ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে ২০টি ম্যাচ।

সিলেট পর্ব শেষে এবার হোম অব ক্রিকেটে ফের বিপিএল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ঢাকায় দ্বিতীয় পর্বের খেলা।

ঢাকায় দ্বিতীয় পর্বে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৩ ফেব্রুয়ারি বন্দরনগরী চট্টগ্রামে যাবে ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় এই আসর। চট্টগ্রাম পর্বের পর শেষবারের মতো ঢাকায় গড়াবে বিপিএল। আর আগামী ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ঘরোয়া এই টুর্নামেন্টের।

সিলেট পর্ব শেষে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। অন্যদিকে পাঁচ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে খুলনা। আর তালিকার শেষের দুই দল ঢাকা ও সিলেট।

প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শুধু ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

একনজরে বিপিএলের ঢাকা পর্বের পুরো সূচি...

তারিখ দল সময় ভেন্যু
৬ ফেব্রুয়ারি ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দুপুর ১–৩০ মিনিট
রংপুর রাইডার্স-দুর্দান্ত ঢাকা সন্ধ্যা ৬–৩০ মিনিট মিরপুর
৭ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স দুপুর ১–৩০ মিনিট
সিলেট স্ট্রাইকার্স-দুর্দান্ত ঢাকা সন্ধ্যা ৬–৩০ মিনিট মিরপুর
৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্স দুপুর ২টা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকা সন্ধ্যা ৬.৩০ মিনিট মিরপুর
১০ ফেব্রুয়ারি রংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দুপুর ১–৩০ মিনিট
ফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকা সন্ধ্যা ৬–৩০ মিনিট মিরপুর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম
চমক নিয়ে আসছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট
এনসিএল টি-টোয়েন্টি উদ্বোধনে সিয়াম ও আমিন খান
কুমিল্লায় ১৬তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন