বিশ্বকাপজয়ী ৫ খেলোয়াড়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
যৌন নির্যাতনের অভিযোগে কানাডার ২০১৮ সালের জুনিয়র বিশ্বকাপ হকি দলের পাঁচ খেলোয়াড়কে অভিযুক্ত করেছে পুলিশ।
বিষয়টি জানিয়েছেন অন্টারিওর লন্ডন শহরের পুলিশ প্রধান থাই ট্রুং।
অভিযুক্তরা হলেন- কার্টার হার্ট, মাইকেল ম্যাকলয়েড, ক্যাল ফুট, ডিলন ডিউব ও অ্যালেক্স ফরমেন্টন।
জানা গেছে, ২০১৮ সালে জুনিয়র হকি বিশ্বকাপ চলাকালে তাদের নামে যৌন নির্যাতনের বেশ কয়েকটি অভিযোগ করেন কানাডার এক নারী। তখন অগ্রগতি না হলেও ২০২২ সালে পূনরায় তদন্ত শুরু করে দেশটির যৌন নিপীড়ন ও শিশু নির্যাতন বিভাগ।
এদিকে যথেষ্ট প্রমাণ পাবার কথা জানিয়ে দীর্ঘ বিলম্বের জন্য ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন লন্ডন পুলিশ প্রধান।
থাই ট্রুং বলেন, আমি লন্ডন পুলিশ সার্ভিসের পক্ষ থেকে ভুক্তভোগী ও তার পরিবারের কাছে, এই পর্যায়ে পৌঁছাতে যে পরিমাণ সময় নিয়েছে; তার জন্য ক্ষমা প্রার্থনা করতে চাই। আমি আপনাকে বলতে পারি যে যৌন সহিংসতার শিকার ও সমস্ত ভুক্তভোগীদের জন্য একটি কঠিন পরিস্থিতি।
ট্রুং যোগ করেন, পাঁচজনের বিরুদ্ধে মামলাটি বিপন্ন হতে পারে, এই আশঙ্কায় কেন তদন্ত পুনরায় চালু করতে দীর্ঘ বিলম্ব হয়েছিল; তা ব্যাখ্যা করা সম্পূর্ণ অনুপযুক্ত। মামলাটি পুনরায় খোলার পর থেকে সংগৃহীত নতুন প্রমাণ এবং তথ্য অভিযোগের দিকে পরিচালিত করে ও তদন্ত দলের প্রতি তার অত্যন্ত আস্থা ছিল।
মন্তব্য করুন